ঢাকা, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫, ১৭ আশ্বিন ১৪৩২

ধোঁয়ার চাদরে ঢাকার শহর

২০২৫ সেপ্টেম্বর ৩০ ১৩:৫৪:৪৩

ধোঁয়ার চাদরে ঢাকার শহর

নিজস্ব প্রতিবেদক :বিশ্বের দূষিত বায়ুর শহরগুলোর তালিকায় আবারও উদ্বেগজনক অবস্থানে উঠে এসেছে বাংলাদেশের রাজধানী ঢাকা। আজ মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর সকালে প্রকাশিত এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) অনুযায়ী, ঢাকা দ্বিতীয় সর্বোচ্চ দূষিত শহর হিসেবে চিহ্নিত হয়েছে। এই দিনে ঢাকার একিউআই স্কোর ছিল ১৫৮, যা ‘খুব অস্বাস্থ্যকর’ (Unhealthy) হিসেবে শ্রেণিবদ্ধ করা হয়। এই ধরনের বায়ুমান মানে হচ্ছে, শহরের বাতাসে এমন মাত্রায় দূষণ রয়েছে যা সাধারণ মানুষের পাশাপাশি বিশেষ করে শিশু, বয়স্ক ব্যক্তি ও শ্বাসকষ্টে ভুগছেন এমন সংবেদনশীল গোষ্ঠীর জন্য মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে।

এ তালিকার শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর শহর, যার একিউআই স্কোর ছিল ২০৫। এটি ‘খুব অস্বাস্থ্যকর’ ক্যাটাগরির মধ্যেই পড়ে এবং বাসিন্দাদের স্বাস্থ্যের ওপর তাৎক্ষণিক ও দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে। দ্বিতীয় অবস্থানে রয়েছে ঢাকা, তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানেরই আরেক শহর করাচি, যার স্কোর ২৪৮—যা ‘খুব অস্বাস্থ্যকর’-এর ঊর্ধ্বে গিয়ে ‘ঝুঁকিপূর্ণ’ অবস্থার কাছাকাছি পৌঁছেছে। ভারতের রাজধানী দিল্লি রয়েছে চতুর্থ স্থানে, যার একিউআই স্কোর ১৫৩। আর পঞ্চম অবস্থানে রয়েছে উগান্ডার রাজধানী কামপালা, যার স্কোর ১৪৭।

একিউআই বা এয়ার কোয়ালিটি ইনডেক্স হলো একটি মানদণ্ড, যার মাধ্যমে প্রতিদিনের বাতাসের গুণমান নির্ণয় করা হয় এবং তা জনসাধারণের সামনে উপস্থাপন করা হয়। এর মাধ্যমে জানা যায়, কোনো একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত এবং তা জনস্বাস্থ্যের জন্য কতটা ঝুঁকিপূর্ণ হতে পারে। সাধারণভাবে, একিউআই স্কোর যদি ১০১ থেকে ১৫০ এর মধ্যে হয়, তাহলে তা ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। ১৫১ থেকে ২০০ এর মধ্যে হলে তা ‘অস্বাস্থ্যকর’ হিসেবে ধরা হয়। স্কোর যদি ২০১ থেকে ৩০০-এর মধ্যে হয়, তাহলে তা ‘খুব অস্বাস্থ্যকর’ এবং যদি ৩০১-এর ওপরে যায়, তবে সেটি ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত হয়, যা জনস্বাস্থ্যের জন্য সরাসরি হুমকিস্বরূপ।

এমন পরিস্থিতিতে বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন, অপ্রয়োজনে বাইরে বের হওয়া থেকে বিরত থাকতে এবং ঘরের ভিতরে বিশুদ্ধ বাতাস নিশ্চিত করতে। বিশেষ করে শিশু, বয়স্ক ও যাঁরা শ্বাস-প্রশ্বাসজনিত সমস্যায় ভুগছেন, তাঁদের জন্য এই সময়ে সতর্ক থাকা অত্যন্ত জরুরি। ঢাকাবাসীর জন্য এটি এক বড় স্বাস্থ্য সংকেত, যা অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি রাখে।

ডুয়া/নয়ন

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত