ঢাকা, বুধবার, ১ অক্টোবর ২০২৫, ১৬ আশ্বিন ১৪৩২

মালয়েশিয়ায় বাংলাদেশ ব্র্যান্ডিং ফেস্টিভ্যালে প্রবাসীদের ঐক্যের মঞ্চ

২০২৫ সেপ্টেম্বর ৩০ ১১:৫৫:৪৫

মালয়েশিয়ায় বাংলাদেশ ব্র্যান্ডিং ফেস্টিভ্যালে প্রবাসীদের ঐক্যের মঞ্চ

নিজস্ব প্রতিবেদক: মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে এক রঙিন ও ঐতিহ্যবাহী আয়োজনে অনুষ্ঠিত হলো “বাংলাদেশ ব্র্যান্ডিং ফেস্টিভ্যাল মালয়েশিয়া (বিবিএফএম) ২০২৫”। কুয়ালালামপুরের ক্রাফট কমপ্লেক্সে শনিবার (২৭ সেপ্টেম্বর) আয়োজিত দিনব্যাপী এই উৎসবে সংস্কৃতি, ব্যবসা, উদ্ভাবন ও পারস্পরিক সম্পর্কের এক অনন্য মেলবন্ধন ঘটে।

উৎসবের সূচনা হয় সকাল ১০টায় শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার মধ্য দিয়ে। বাংলাদেশ হাইকমিশনের কর্মকর্তারা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। পরবর্তী সময়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নতুন ব্যবসায়িক ধারণা উপস্থাপন নিয়ে অনুষ্ঠিত হয় ইনোভেটিভ আইডিয়া পিচিং সেশন, যেখানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বিশেষ অতিথিরা।

দিনভর উৎসবে ছিল ব্যবসায়িক নেটওয়ার্কিং সেশন, সাংস্কৃতিক পরিবেশনা, আবৃত্তি, নৃত্য ও ঐতিহ্যবাহী পোশাকের ফ্যাশন শো। এতে বাংলাদেশ ও মালয়েশিয়ার উদ্যোক্তারা বিনিয়োগ ও ভবিষ্যৎ বাণিজ্যিক সম্ভাবনা নিয়ে মতবিনিময় করেন।

বিকেলে উৎসবে যোগ দেন মালয়েশিয়ার রাজপরিবারের সদস্য প্রিন্সেস অব জহুর তুঙ্কু হাজাহ মারিয়াম জাহারা। জাতীয় সঙ্গীত পরিবেশনের পর উদ্বোধন করা হয় “বাংলাদেশ: ল্যান্ড অব স্টোরিস” বইয়ের। শিল্পীদের পরিবেশনা দুই দেশের বন্ধুত্ব ও সংস্কৃতির বন্ধনকে আরও গভীর করে তোলে।

প্রিন্সেস অব জহুর বাংলাদেশি শ্রমিকদের অবদানকে উচ্চ প্রশংসা করে বলেন, তারা আধুনিক মালয়েশিয়ার “অজ্ঞাতনামা নায়ক”। বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকেও দুই দেশের ব্যবসায়িক ও কূটনৈতিক সম্পর্ক নিয়ে আশাবাদ ব্যক্ত করা হয়।

উৎসবে একাডেমিক এক্সেলেন্স, ব্র্যান্ড লিডারশিপ, কর্পোরেট ইমপ্যাক্ট, গ্রিন বিজনেস, সিএসআর ও কমিউনিটি এনগেজমেন্ট এবং ফ্রেন্ডস অব বাংলাদেশ ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়। সন্ধ্যায় বাংলাদেশ নাইট-এ জনপ্রিয় কণ্ঠশিল্পী মনির খানের পরিবেশনায় উৎসব জমে ওঠে।

আয়োজক মালয়েশিয়া বাংলাদেশ ফোরাম অ্যাসোসিয়েশনের (এমবিএফএ) সভাপতি প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম বলেন, বিবিএফএম শুধু উৎসব নয়—এটি দুই দেশের বন্ধুত্ব ও পারস্পরিক সহযোগিতার সেতুবন্ধন। ফেস্টিভ্যাল ডিরেক্টর জাফর ফিরোজ জানান, “আমাদের লক্ষ্য বাংলাদেশকে মর্যাদার সঙ্গে বিশ্বে তুলে ধরা।”

বিবিএফএম ২০২৫ প্রমাণ করেছে—বাংলাদেশ এখন কেবল শ্রম বা রেমিট্যান্স নয়, বরং উদ্ভাবন, সংস্কৃতি ও আত্মবিশ্বাসের এক উজ্জ্বল গল্প।

এমজে

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত