ঢাকা, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫, ১১ অগ্রহায়ণ ১৪৩২
টাইগারদের ডাগআউটে ওয়াসিম আকরাম
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের ক্রিকেটে বিদেশি কোচদের উপস্থিতি নতুন নয়। গত দুই দশকে টাইগারদের দায়িত্বে ছিলেন বিশ্বের নামকরা অনেক কোচ। এবার সেই তালিকায় নাম লেখানোর আগ্রহ প্রকাশ করলেন পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম। স্বল্প সময়ের জন্য হলেও বাংলাদেশ দলের কোচিং প্যানেলে যুক্ত হতে চান তিনি।
২০০৩ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর পর থেকে ওয়াসিম আকরাম ব্যস্ত সময় কাটাচ্ছেন ধারাভাষ্যকার ও বিশ্লেষক হিসেবে। তার চুলচেরা ক্রিকেট বিশ্লেষণ, ধারাভাষ্য ও টিভি শোয়ে অংশগ্রহণ ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে ক্রিকেটপ্রেমীদের কাছে। খেলোয়াড়ি জীবনে অসাধারণ বোলিং দক্ষতা, অভিজ্ঞতা ও নেতৃত্বগুণে বিশ্ব ক্রিকেটে এক অনন্য অবস্থান গড়ে তোলেন তিনি। সেই অভিজ্ঞতাই এবার ভাগ করে নিতে চান বাংলাদেশের ক্রিকেটারদের সঙ্গে।
সম্প্রতি দেশের একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ওয়াসিম আকরাম বলেন, স্বল্প সময়ের জন্য বাংলাদেশ দলের সঙ্গে কাজ করতে আগ্রহী তিনি। তবে ব্যস্ত সূচির কারণে দীর্ঘমেয়াদে দায়িত্ব নেওয়া তার পক্ষে সম্ভব হবে না। তিনি বলেন, “আমি কিছুদিনের জন্য কাজ করতে পারি। কিন্তু লম্বা সময় কাজ করতে পারব কি না, সেটা এখনই বলা কঠিন।”
বাংলাদেশ দলের বর্তমান কোচিং স্টাফে রয়েছেন অভিজ্ঞ ও দক্ষ বিদেশি কোচরা। স্পিন কোচ হিসেবে আছেন পাকিস্তানের সাবেক লেগ স্পিনার মুশতাক আহমেদ, ব্যাটিং কোচ হিসেবে কাজ করছেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক তারকা ফিল সিমন্স এবং বোলিং কোচ হিসেবে দায়িত্বে আছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন পেসার শন টেইট। তাদের পাশাপাশি ওয়াসিম আকরামের মতো কিংবদন্তির অস্থায়ী উপস্থিতি বাংলাদেশের তরুণ পেসারদের জন্য বিশেষ অনুপ্রেরণা হতে পারে বলে মনে করছেন ক্রিকেট বিশ্লেষকরা।
ওয়াসিম আকরাম এর আগেও বিশ্বের বিভিন্ন দেশে কোচিং ও পরামর্শক হিসেবে কাজ করেছেন। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) বিভিন্ন দলের মেন্টর হিসেবেও তার ভূমিকা সফলভাবে নজর কেড়েছে। ফলে বাংলাদেশের কোচিং প্যানেলে তার আগমন হলে সেটি টাইগারদের জন্য অভিজ্ঞতা ও শেখার দিক থেকে বড় সুযোগ হয়ে উঠতে পারে।
ডুয়া স্পোর্টস /নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান: ম্যাচটি সরাসরি(LIVE) দেখুন এখানে
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: ১ম দিনের খেলা শেষ, দেখুন স্কোর
- ভারত বনাম বাংলাদেশ: খেলাটি সরাসরি দেখুন এখানে(LIVE)
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড ২য় টেস্ট ম্যাচ: খেলাটি সরাসরি(LIVE) দেখুন
- চলছে বাংলাদেশ বনাম আয়ারল্যান্ডের ২য় টেস্ট ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন(LIVE)
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ডের ২য় টেস্টের ৪র্থ দিনের খেলা শেষ-দেখুন স্কোর
- শুরু হচ্ছে ভারত বনাম বাংলাদেশের ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে(LIVE)
- ব্রাজিল, আর্জেন্টিনা-বাংলাদেশের ম্যাচ: কবে, কখন, কোথায়-দেখুন সময়সূচি
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, দেখুন ফলাফল-LIVE
- ভারত বনাম বাংলাদেশ: শুরুতেই লিড নিল হামজারা, সরাসরি দেখুন এখানে(LIVE)
- চলছে ব্রাজিল বনাম তিউনিসিয়ার ম্যাচ: সরাসরি দেখুন এখানে(LIVE)
- বাংলাদেশ বনাম ভারত: সুপার ওভার শেষ, দেখুন ফলাফল
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড ২য় টেস্ট: খেলাটি সরাসরি দেখুন এখানে(LIVE)
- বাংলাদেশ বনাম ভারত টি-২০ ম্যাচ: বোলিংয়ে বাংলাদেশ-সরাসরি দেখুন এখানে
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: কবে, কোথায়, কখন-যেভাবে দেখবেন সরাসরি(LIVE)