ঢাকা, বুধবার, ৫ নভেম্বর ২০২৫, ২১ কার্তিক ১৪৩২
ভুলবশত নাকি নাটক ? হান্নানের বিবৃতিতে জনতার প্রশ্ন
নিজস্ব প্রতিবেদক :জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ খাগড়াছড়ির কিশোরী ধর্ষণকাণ্ডকে ‘ভুয়া ধর্ষণ’ বলে মন্তব্য করে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন। গত রোববার (২৮ সেপ্টেম্বর) তিনি দ্বীপ হাতিয়ার চানন্দী ইউনিয়নে এক সমাবেশে এই মন্তব্য করেন, যা নিয়ে দেশব্যাপী তীব্র আলোচনা ও বিতর্ক সৃষ্টি হয়।
বিচার ও ন্যায়পরায়ণতার প্রশ্নে অত্যন্ত সংবেদনশীল এমন একটি ঘটনার প্রতি অনভিপ্রেত ও ভুল বক্তব্য দেয়ায় ব্যাপক সমালোচনার মুখে পড়ে হান্নান মাসউদ। পরবর্তীতে সোমবার (২৯ সেপ্টেম্বর) তিনি নিজের ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে ক্ষমা চেয়ে দুঃখ প্রকাশ করেন।
পোস্টে তিনি লিখেছেন, ‘রোববার আমি ভুলবশত ও তাৎক্ষণিকভাবে ‘ভুয়া ধর্ষণ’ শব্দটি ব্যবহার করে ফেলি, যা কোনোভাবেই আমার ইন্টেনশন ছিল না। ধর্ষণ একটি গর্হিত অপরাধ এবং এর বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতর শাস্তি নিশ্চিত করতে হবে। আমি এই অনাকাঙ্ক্ষিত শব্দ ব্যবহারের জন্য বিব্রত ও দুঃখিত। আমি সবাইকে অনুরোধ করব, আমার এই মুহূর্তের ভুলকে ক্ষমা করবেন।’
তিনি আরও বলেন, ‘পাহাড় ও সমতলের বাংলাদেশের সব নাগরিকের প্রতি আমার আহ্বান থাকবে—পরাজিত ও ফ্যাসিবাদী শক্তির সব ষড়যন্ত্র নস্যাৎ করে ঐক্যবদ্ধ থাকুন। আলোচনার মাধ্যমে উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণ করুন। আমি আইনশৃঙ্খলা বাহিনী ও সরকারের প্রতি আহ্বান জানাই যেন তারা উভয় পক্ষের কথা গুরুত্ব দিয়ে শোনেন এবং পরিস্থিতি শান্তিপূর্ণ রাখার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেন।’
এই মন্তব্য ও পরবর্তী ক্ষমা চাওয়ার ঘটনায় সামাজিক ও রাজনৈতিক মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই তার ক্ষমা চাওয়া গ্রহণ করেছেন, আবার অনেকে তার মন্তব্যকে নিন্দা করেছেন এবং ধর্ষণের মতো সংবেদনশীল বিষয়ে এমন বক্তব্য গ্রহণযোগ্য নয় বলে মনে করেন।
বিষয়টি দেশব্যাপী নারী নিরাপত্তা ও ধর্ষণ বিষয়ে সচেতনতা বৃদ্ধির প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেছে। এ ঘটনায় নারী ও শিশু অধিকার সংস্থাগুলো এবং মানবাধিকার সংগঠনগুলো আরও কার্যকর আইন প্রয়োগ ও সামাজিক সচেতনতা বৃদ্ধির জন্য সরকার ও সমাজের প্রতি আহ্বান জানিয়েছে।
বর্তমানে বিষয়টি নিয়ে রাজনৈতিক দল ও সুশীল সমাজের পর্যবেক্ষণ ও আলোচনা অব্যাহত রয়েছে।
ডুয়া/ নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ফাইনাল: কবে, কখন-যেভাবে দেখবেন লাইভ
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি মোবাইলে সরাসরি(LIVE) দেখুন
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি ফ্রিতে সরাসরি(LIVE) দেখুন
- পাকিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা: খেলাটি সরাসরি(LIVE) দেখবেন যেভাবে
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ৯৫ কোম্পানি, দেখুন এক নজরে
- আজ বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-টোয়েন্টি: যেভাবে দেখবেন লাইভ (LIVE)
- ডিএসই’র দুই ব্রোকারেজের ট্রেডিং লাইসেন্স বাতিল
- বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-২০: কবে, কখন, কোথায়-যেভাবে দেখবেন খেলাটি
- ইপিএস প্রকাশ করেছে ৬৮ কোম্পানি, দেখুন এক নজরে
- মার্জিন রুল থেকে মিউচুয়াল ফান্ড—সবখানেই আসছে বড় পরিবর্তন
- বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ৩য় টি-টোয়েন্টি: খেলাটি সরাসরি(LIVE) দেখবেন যেভাবে
- ইপিএস প্রকাশ করেছে ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি মোবাইলে সরাসরি দেখুন (LIVE)
- ডিভিডেন্ড ঘোষণা করেছে এশিয়াটিক ল্যাবরেটরিজ
- ‘নো ডিভিডেন্ড’ ঘোষণার পর শেয়ার দামে রেকর্ড দৌড়