ঢাকা, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫, ২১ কার্তিক ১৪৩২

দুর্নীতিতে সাবেক বিচারপতি : রহস্য ঘিরে টাকার উৎস

২০২৫ সেপ্টেম্বর ২৯ ১৫:৪৯:৩০

দুর্নীতিতে সাবেক বিচারপতি : রহস্য ঘিরে টাকার উৎস

নিজস্ব প্রতিবেদক :জ্ঞাত-আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইনে করা দুর্নীতির মামলায় গ্রেফতার দেখানো হয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিককে।

সোমবার (২৯ সেপ্টেম্বর) শুনানি শেষে ঢাকা মহানগর সিনিয়র বিশেষ জজ সাব্বির ফয়েজ এ গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন।

এর আগে তাকে কারাগার থেকে আদালতে হাজির করে মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানিতে তদন্তের স্বার্থে তাকে গ্রেফতার দেখানোর আবেদন জানানো হলে আদালত তা গ্রহণ করেন। পরে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।উল্লেখ্য, গত ১১ সেপ্টেম্বর দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপ-সহকারী পরিচালক পাপন কুমার শাহ বাদী হয়ে শামসুদ্দিন চৌধুরী মানিকের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

মামলার এজাহারে বলা হয়েছে, বিচারপতি হিসেবে দায়িত্ব পালনকালে তিনি ক্ষমতার অপব্যবহার করে অসাধু উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৫ কোটি ৩৯ লাখ ৬৬ হাজার ৮২০ টাকার সম্পদের মালিক হন এবং তা নিজের দখলে রাখেন।

এছাড়া, আপিল বিভাগের বিচারপতি থাকাকালে পাবলিক সার্ভেন্ট হিসেবে ওই সম্পদ হস্তান্তর, স্থানান্তর ও রূপান্তরের মাধ্যমে মানিলন্ডারিং আইন লঙ্ঘন করেছেন বলেও অভিযোগপত্রে উল্লেখ রয়েছে।

এর আগে, ২০২৪ সালের ২৪ আগস্ট সিলেটের কানাইঘাট উপজেলার দনা সীমান্ত এলাকা দিয়ে ভারতে পালানোর চেষ্টা করার সময় তাকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

ডুয়া/নয়ন

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত