ঢাকা, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫, ২১ কার্তিক ১৪৩২
ভারতের চোখে কলকাতার লুকানো রাজনৈতিক জাল
নিজস্ব প্রতিবেদক : জুলাইয়ের ছাত্র-জনতা গণঅভ্যুত্থানের পর ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভারতে পালিয়ে যাওয়া অন্তত ৭৩৪ জন আওয়ামী লীগ নেতাকর্মী কলকাতায় অবস্থান করছেন। ভারতীয় গোয়েন্দা সংস্থা (আইবি) তাদের নাম, ঠিকানা, বাংলাদেশি পাসপোর্ট ও ফোন নম্বরসহ একটি বিস্তারিত ডেটাবেস তৈরি করেছে। পলাতক নেতাদের সঙ্গে তাদের পরিবার, ব্যক্তিগত কর্মকর্তা ও বাড়ির কাজের লোকও ভারতে রয়েছেন।
জানা গেছে, তারা ভারতের বিভিন্ন অভিজাত ও শহরতলি এলাকায় আশ্রয় নিয়েছেন। প্রথমদিকে শহরে প্রকাশ্যে চলাফেরা করলেও সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি ভাইরাল হওয়ার পর তাদের চলাচল সীমিত করা হয়েছে। পরিবারব্যয় ও অর্থনৈতিক লেনদেনের বড় অংশ বাংলাদেশ থেকে হুন্ডির মাধ্যমে ভারতে পাঠানো হচ্ছে।
কিছু শীর্ষ নেতা ইতিমধ্যেই মিডিয়ায় বক্তব্য দিয়েছেন ও সরকারের সমালোচনা করছেন। তাদের অধিকাংশের হাতে বৈধ বাংলাদেশি পাসপোর্ট রয়েছে, যা ৫ আগস্টের পরও কিভাবে তারা পেয়েছেন তা রহস্যজনক। পলাতকদের মধ্যে সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের, শেখ সেলিম, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, আসাদুজ্জামান খান কামাল, জাহাঙ্গীর কবির নানক, মাহবুব-উল আলম হানিফ, নসরুল হামিদ, আব্দুস সবুরসহ দেশের শীর্ষ নেতা ও পদস্থ কর্মকর্তা, পুলিশ ও সামরিক কর্মকর্তারা রয়েছেন।
এছাড়া জেলা ও উপজেলা পর্যায়ের বহু আওয়ামী লীগ নেতা, সহযোগী সংগঠনের কর্মকর্তা, সাবেক মেয়র, চেয়ারম্যান এবং পরিচিত রাজনৈতিক নেতারা কলকাতায় অবস্থান করছেন। এদের মধ্যে ঢাকা, চট্টগ্রাম, ফেনী, ময়মনসিংহ, কুমিল্লা, বরিশাল, রাজশাহী, খুলনা, সিলেট, কক্সবাজারসহ বিভিন্ন জেলায় প্রভাবশালী নেতারা রয়েছেন।
ডেটাবেস অনুযায়ী, প্রতিটি নেতা ভারতীয় গোয়েন্দা সংস্থার নজরদারিতে রয়েছেন। কলকাতায় তাদের ঠিকানা, ফোন নম্বর ও পরিবারসহ বিস্তারিত তথ্য সংরক্ষিত আছে। বিষয়টি কূটনৈতিক ও গোয়েন্দা সূত্রগুলো নিশ্চিত করেছে।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ফাইনাল: কবে, কখন-যেভাবে দেখবেন লাইভ
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি ফ্রিতে সরাসরি(LIVE) দেখুন
- পাকিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা: খেলাটি সরাসরি(LIVE) দেখবেন যেভাবে
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ৯৫ কোম্পানি, দেখুন এক নজরে
- ইপিএস প্রকাশ করেছে ৬৮ কোম্পানি, দেখুন এক নজরে
- বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ৩য় টি-টোয়েন্টি: খেলাটি সরাসরি(LIVE) দেখবেন যেভাবে
- ইপিএস প্রকাশ করেছে ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি মোবাইলে সরাসরি দেখুন (LIVE)
- ডিভিডেন্ড ঘোষণা করেছে এশিয়াটিক ল্যাবরেটরিজ
- ‘নো ডিভিডেন্ড’ ঘোষণার পর শেয়ার দামে রেকর্ড দৌড়
- ইপিএস প্রকাশ করেছে বিএটিবিসি
- ডিভিডেন্ড ঘোষণা করেছে একমি পেস্টিসাইডস
- শেয়ারবাজারে ২৭৫ কোটি টাকা আত্মসাত, ৯ বিদেশির দেশত্যাগে নিষেধাজ্ঞা
- শেয়ারবাজারই হতে পারে ওষুধ শিল্পের নতুন প্রাণশক্তি: ডিএসই চেয়ারম্যান
- ডিভিডেন্ড ঘোষণা করেছে মনোস্পুল বিডি