ঢাকা, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫, ২১ কার্তিক ১৪৩২

ভারতের চোখে কলকাতার লুকানো রাজনৈতিক জাল

২০২৫ সেপ্টেম্বর ২৯ ১৫:২৩:২২

ভারতের চোখে কলকাতার লুকানো রাজনৈতিক জাল

নিজস্ব প্রতিবেদক : জুলাইয়ের ছাত্র-জনতা গণঅভ্যুত্থানের পর ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভারতে পালিয়ে যাওয়া অন্তত ৭৩৪ জন আওয়ামী লীগ নেতাকর্মী কলকাতায় অবস্থান করছেন। ভারতীয় গোয়েন্দা সংস্থা (আইবি) তাদের নাম, ঠিকানা, বাংলাদেশি পাসপোর্ট ও ফোন নম্বরসহ একটি বিস্তারিত ডেটাবেস তৈরি করেছে। পলাতক নেতাদের সঙ্গে তাদের পরিবার, ব্যক্তিগত কর্মকর্তা ও বাড়ির কাজের লোকও ভারতে রয়েছেন।

জানা গেছে, তারা ভারতের বিভিন্ন অভিজাত ও শহরতলি এলাকায় আশ্রয় নিয়েছেন। প্রথমদিকে শহরে প্রকাশ্যে চলাফেরা করলেও সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি ভাইরাল হওয়ার পর তাদের চলাচল সীমিত করা হয়েছে। পরিবারব্যয় ও অর্থনৈতিক লেনদেনের বড় অংশ বাংলাদেশ থেকে হুন্ডির মাধ্যমে ভারতে পাঠানো হচ্ছে।

কিছু শীর্ষ নেতা ইতিমধ্যেই মিডিয়ায় বক্তব্য দিয়েছেন ও সরকারের সমালোচনা করছেন। তাদের অধিকাংশের হাতে বৈধ বাংলাদেশি পাসপোর্ট রয়েছে, যা ৫ আগস্টের পরও কিভাবে তারা পেয়েছেন তা রহস্যজনক। পলাতকদের মধ্যে সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের, শেখ সেলিম, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, আসাদুজ্জামান খান কামাল, জাহাঙ্গীর কবির নানক, মাহবুব-উল আলম হানিফ, নসরুল হামিদ, আব্দুস সবুরসহ দেশের শীর্ষ নেতা ও পদস্থ কর্মকর্তা, পুলিশ ও সামরিক কর্মকর্তারা রয়েছেন।

এছাড়া জেলা ও উপজেলা পর্যায়ের বহু আওয়ামী লীগ নেতা, সহযোগী সংগঠনের কর্মকর্তা, সাবেক মেয়র, চেয়ারম্যান এবং পরিচিত রাজনৈতিক নেতারা কলকাতায় অবস্থান করছেন। এদের মধ্যে ঢাকা, চট্টগ্রাম, ফেনী, ময়মনসিংহ, কুমিল্লা, বরিশাল, রাজশাহী, খুলনা, সিলেট, কক্সবাজারসহ বিভিন্ন জেলায় প্রভাবশালী নেতারা রয়েছেন।

ডেটাবেস অনুযায়ী, প্রতিটি নেতা ভারতীয় গোয়েন্দা সংস্থার নজরদারিতে রয়েছেন। কলকাতায় তাদের ঠিকানা, ফোন নম্বর ও পরিবারসহ বিস্তারিত তথ্য সংরক্ষিত আছে। বিষয়টি কূটনৈতিক ও গোয়েন্দা সূত্রগুলো নিশ্চিত করেছে।

ডুয়া/নয়ন

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত