ঢাকা, বুধবার, ১ অক্টোবর ২০২৫, ১৬ আশ্বিন ১৪৩২

ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে নিয়োগবঞ্চিতদের জন্য আসছে ‘বিশেষ বিজ্ঞপ্তি’

২০২৫ সেপ্টেম্বর ২৯ ০১:২৬:৩১

ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে নিয়োগবঞ্চিতদের জন্য আসছে ‘বিশেষ বিজ্ঞপ্তি’

নিজস্ব প্রতিবেদক: বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রবেশপর্যায়ে শিক্ষক নিয়োগের শিক্ষাগত যোগ্যতা ভিন্ন হওয়ায় ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে প্রায় পাঁচ হাজার নিবন্ধন সনদধারী সুপারিশবঞ্চিত হয়েছিলেন। দীর্ঘদিন ধরে আন্দোলনরত এসব প্রার্থীর জন্য এবার ‘সুখবর’ এসেছে। তাদের দাবির মুখে তিনটি অধিদপ্তরের অধীনে ৪০টি পদে শিক্ষক নিয়োগের শিক্ষাগত যোগ্যতা একই করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

রোববার (২৮ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয় এবং বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) মধ্যে অনুষ্ঠিত এক সভায় শিক্ষক নিয়োগের শিক্ষাগত যোগ্যতার মধ্যে সামঞ্জস্যতা আনার এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব রেহেনা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব, এনটিআরসিএ চেয়ারম্যান এবং তিনটি অধিদপ্তরের পরিচালকসহ একাধিক কর্মকর্তা উপস্থিত ছিলেন।

সভায় উপস্থিত একজন উপসচিব নাম প্রকাশ না করার শর্তে জানান, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রবেশপর্যায়ে শিক্ষক নিয়োগ বিধিমালায় গুরুত্বপূর্ণ কিছু পরিবর্তনের সিদ্ধান্ত হয়েছে। তিনি বলেন, "তিনটি অধিদপ্তরের নিয়োগ যোগ্যতা ভিন্ন। এগুলো সমন্বয় করে একই ধরনের করা হবে।" তিনি আরও যোগ করেন, "বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রবেশ পর্যায়ে ৪০টি পদে শিক্ষক নিয়োগ দেওয়া হয়। কারিগরি, মাদরাসা ও স্কুল-কলেজে নিয়োগের যোগ্যতা ভিন্ন। যোগ্যতা যেন একই থাকে সে বিষয়ে আলোচনা হয়েছে।"

এনটিআরসিএ চেয়ারম্যান আমিনুল ইসলাম এ বিষয়ে বলেন, "সভায় অনেক বিষয়ে আলোচনা হয়েছে। এগুলো মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের নীতি নির্ধারণী পর্যায়ের ব্যাপার। আমরা সবার সঙ্গে সমন্বয় করে পরবর্তী পদক্ষেপ নেবো।"

সভা সূত্রে জানা গেছে, ৪০টি বিষয়ে তিনটি অধিদপ্তরের ভিন্ন শিক্ষাগত যোগ্যতা থাকায় পূর্বে সুপারিশে জটিলতা সৃষ্টি হয়েছিল এবং অনেক প্রার্থী সুপারিশবঞ্চিত হয়েছিলেন। দীর্ঘ দিন ধরে নিবন্ধিত প্রার্থীরা তিন অধিদপ্তরের শিক্ষাগত যোগ্যতা একই করার দাবি জানিয়ে আসছিলেন। এরই পরিপ্রেক্ষিতে এনটিআরসিএ পরীক্ষা পদ্ধতি ও বিধিমালা সংশোধনের উদ্যোগ নেয় এবং এর খসড়া প্রস্তুত করে বোর্ড সভায় চূড়ান্ত করে। এরপর আজ শিক্ষা মন্ত্রণালয়ে পৃথক দুটি সভা অনুষ্ঠিত হয়, যেখানে বেশ কিছু সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে। এসব সিদ্ধান্ত পরবর্তীতে প্রজ্ঞাপন ও অফিস আদেশ আকারে জারি করা হবে।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত