ঢাকা, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১৩ আশ্বিন ১৪৩২

বিশ্বে বায়ুদূষণের তালিকায় ঢাকার স্থান কত?

২০২৫ সেপ্টেম্বর ২৮ ১০:২২:২১

বিশ্বে বায়ুদূষণের তালিকায় ঢাকার স্থান কত?

ডুয়া ডেস্ক: বিশ্বের বায়ুদূষণ তালিকায় শীর্ষে আজ কঙ্গোর রাজধানী কিনশাসা। বায়ু দূষণের সূচকে এই শহরের স্কোর আজ ২০২ রেকর্ড করা হয়েছে।

ঢাকা আজ ২৭ নম্বরে অবস্থান করছে। এয়ার কোয়ালিটি ইনডেক্স (আইকিউএয়ার)-এর তথ্য অনুযায়ী রাজধানীর বায়ুদূষণ স্কোর ৭১, যা মাঝারি বা সহনীয় হিসাবে বিবেচিত।

রোববার (২৮ সেপ্টেম্বর) সকাল ৯:৩০ মিনিটে প্রকাশিত তালিকায় দ্বিতীয় স্থানে আছে কাতারের রাজধানী দোহা (স্কোর ২০১) এবং তৃতীয় স্থানে পাকিস্তানের লাহোর (স্কোর ১৮১)। মিশরের কায়রো ১৫৩ স্কোর নিয়ে চতুর্থ স্থানে এবং ইন্দোনেশিয়ার বাতাম ১৪০ স্কোর নিয়ে পঞ্চম স্থানে রয়েছে।

আইকিউএয়ারের নিয়মে, বায়ুর মান ০–৫০ স্কোরের মধ্যে থাকলে তা ভালো, ৫১–১০০ স্কোর হলে মাঝারি বা সহনীয়, ১০১–১৫০ স্কোর হলে সংবেদনশীলদের জন্য অস্বাস্থ্যকর, ১৫১–২০০ স্কোর হলে অস্বাস্থ্যকর এবং ২০১–৩০০ স্কোর হলে খুবই অস্বাস্থ্যকর। ৩০১-এর বেশি স্কোর হলে তা দুর্যোগপূর্ণ হিসেবে ধরা হয়।

এ তালিকা দেখিয়ে দেয়, কোন শহরের বাতাস কতটা নিরাপদ বা বিপজ্জনক অবস্থায় আছে, এবং নাগরিকদের সচেতনতা ও স্বাস্থ্য সংক্রান্ত পদক্ষেপ নেওয়ার গুরুত্ব প্রমাণ করে।

ইএইচপি

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

দেশ পুনর্গঠনে প্রবাসীদের সক্রিয় ভূমিকা চায় সরকার

দেশ পুনর্গঠনে প্রবাসীদের সক্রিয় ভূমিকা চায় সরকার

নিজস্ব প্রতিবেদক: নিউইয়র্কে অনুষ্ঠিত এক আন্তর্জাতিক সম্মেলনে প্রবাসী বাংলাদেশিদের জন্য দেশের পুনর্গঠন প্রক্রিয়ায় সক্রিয়ভাবে অংশ নেওয়ার আহ্বান জানান অন্তর্বর্তী সরকারের... বিস্তারিত