ঢাকা, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১৩ আশ্বিন ১৪৩২
দুর্গোৎসবে মেতে উঠেছে সারাদেশ

নিজস্ব প্রতিবেদক: শারদীয় দুর্গাপূজাকে ঘিরে সারাদেশে ছড়িয়ে পড়েছে উৎসবের আমেজ। রাজধানীসহ প্রত্যন্ত অঞ্চলের মণ্ডপগুলোতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। আজ রোববার (২৮ সেপ্টেম্বর) মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হচ্ছে পাঁচ দিনব্যাপী বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। আগামী ২ অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে এই মহোৎসব।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের তথ্য অনুযায়ী, এ বছর সারাদেশে ৩৩ হাজার ৩৫৫টি মণ্ডপ ও মন্দিরে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে, যা গত বছরের তুলনায় ১ হাজার ৮৯৪টি বেশি। শুধু ঢাকা মহানগরীতেই এ বছর ২৫৮টি মণ্ডপে পূজা হবে, গত বছর এই সংখ্যা ছিল ২৫২।
সরকার দুর্গাপূজা উপলক্ষ্যে বুধবার নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করেছে। পরদিন বৃহস্পতিবার বিজয়া দশমীর ছুটি, এরপর শুক্রবার ও শনিবারের সাপ্তাহিক ছুটি মিলিয়ে চার দিনের টানা ছুটি উপভোগ করবে দেশবাসী। এতে উৎসবের আনন্দে যোগ হয়েছে বাড়তি উচ্ছ্বাস।
শাস্ত্রীয় ব্যাখ্যায় দুর্গা দেবীকে ভক্তদের দুঃখ-দুর্দশা ও ভয় থেকে মুক্তিদাত্রী রূপে বর্ণনা করা হয়। ‘মহাচণ্ডী’ গ্রন্থ অনুযায়ী, ত্রেতা যুগে ভগবান রাম শরৎকালে দেবী মহামায়ার পূজা করে শক্তি অর্জনের পর রাবণকে পরাজিত করেছিলেন। সেই থেকেই শরৎকালে দুর্গাপূজার সূচনা।
লোকনাথ পঞ্জিকা অনুযায়ী, এ বছর দেবী দুর্গার আগমন হবে গজে (হাতি) ও প্রস্থান দোলায় (পালকি)। গজে আগমন শান্তি ও সমৃদ্ধির প্রতীক হলেও দোলায় প্রস্থানকে অশুভ ধরা হয়, যা মহামারী বা মড়কের ইঙ্গিত বহন করে।
পূজা উপলক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনী দেশব্যাপী বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে। পুলিশ, র্যাব, আনসার ও বিজিবির পাশাপাশি স্বেচ্ছাসেবক বাহিনী নিরাপত্তায় নিয়োজিত থাকবে। রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে মহানগর সার্বজনীন পূজা কমিটির উদ্যোগে কেন্দ্রীয় নিয়ন্ত্রণকক্ষ খোলা হবে।
এদিকে হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্ট জানিয়েছে, এ বছর দুর্গাপূজার জন্য অন্তর্বর্তী সরকার মোট পাঁচ কোটি টাকা অনুদান দিয়েছে। ঢাকেশ্বরী জাতীয় মন্দির, রামকৃষ্ণ মঠ ও মিশনসহ বিভিন্ন মন্দিরে আরতি প্রতিযোগিতা, ভক্তিমূলক সংগীত, বস্ত্র ও মহাপ্রসাদ বিতরণসহ নানা আয়োজন থাকবে।
মন্ত্রিপরিষদ বিভাগ দুর্গাপূজা চলাকালে সার্বিক পরিস্থিতি ও আইনশৃঙ্খলা নিবিড়ভাবে পর্যবেক্ষণের নির্দেশ দিয়েছে। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও মহানগর সার্বজনীন পূজা কমিটির পক্ষ থেকে দেশবাসীকে জানানো হয়েছে শারদীয় শুভেচ্ছা।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এশিয়া কাপ ২০২৫: বাংলাদেশ বনাম পাকিস্তান,সরাসরি দেখবেন যেভাবে
- এশিয়া কাপ: পাকিস্তান বনাম শ্রীলঙ্কা, সরাসরি দেখবেন যেভাবে
- উৎপাদন বন্ধ ৩০ কোম্পানির তালিকা প্রকাশ করেছে ডিএসই
- তালিকাচ্যুত হচ্ছে পাঁচ ব্যাংক, বলির পাঠা শেয়ারবাজারের বিনিয়োগকারীরা!
- শেয়ারবাজারের ১২ কোম্পানির ২ হাজার কোটি টাকার নতুন বিনিয়োগ
- নতুন দিগন্তে বেক্সিমকো, শেয়ারবাজারে আশার আলো
- যেভাবে পাঁচ ব্যাংকের আমানতকারীদের টাকা ফেরত দেওয়া হবে
- এনবিআর-এর ক্যাশ গেইন প্রতিক্রিয়া অতিরঞ্জিত: আনিসুজ্জামান চৌধুরী
- বিদেশি বিনিয়োগ বেড়েছে শেয়ারবাজারের ৬ কোম্পানিতে
- বিএসইসি-ডিএসই’র নাকের ডগায় লোকসানি শেয়ার নিয়ে কারসাজি
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ৬ কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণার তারিখ জানাল তিন কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা করেছে এনভয় টেক্সটাইল
- শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর নতুন আবেদন
- ডিভিডেন্ড ঘোষণা করেছে মুন্নু সিরামিক