ঢাকা, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১২ আশ্বিন ১৪৩২
সরকার যতদিন ক্ষমতায় থাকবে, দায়িত্বশীলতার সঙ্গে কাজ করবে: উপদেষ্টা
.jpg)
নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তী সরকারের খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার জানিয়েছেন, সরকার যতদিন ক্ষমতায় থাকবে, দায়িত্বশীলতার সঙ্গে কাজ করবে। আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের পর দায়িত্ব হস্তান্তরের সময় তারা এমনভাবে খাদ্য মজুত রাখবে যাতে প্রয়োজনের তুলনায় কম বা অপ্রতুল হয় না।
শনিবার (২৭ সেপ্টেম্বর) চট্টগ্রাম সার্কিট হাউস সম্মেলন কক্ষে খাদ্য বান্ধব ও ওএমএস কর্মসূচি সংক্রান্ত মতবিনিময় সভার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব তথ্য জানান।
উপদেষ্টা বলেন, বর্তমানে দেশের খাদ্য মজুত প্রায় ১৬ লাখ টন চাল এবং প্রায় ১ লাখ টন গম। বর্তমানে কুতুবদিয়া বহিঃনোঙ্গরে একটি গমবাহী জাহাজ খালাসের অপেক্ষায় আছে, এছাড়া আমেরিকা ও রাশিয়া থেকে দুটি জাহাজ আসছে। আমেরিকা থেকে আরও গম কেনার চুক্তি চলছে।
চালদরের বাজার স্থিতিশীল থাকলেও এক পর্যায়ে দাম বেড়ে যায়। তার সমাধান হিসেবে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচি সম্প্রসারণ করা হয়েছে। আগে প্রতি মাসে ৫০ লাখ পরিবারকে ৩০ কেজি করে চাল দেওয়া হতো, যা এখন বৃদ্ধি পেয়ে ৫৫ লাখ পরিবারকে দেওয়া হচ্ছে। এছাড়া কর্মসূচির সময়কাল আগের ৫ মাস থেকে বৃদ্ধি করে ৬ মাস করা হয়েছে। এর লক্ষ্য হলো সুবিধাভোগীরা বাজার থেকে সরাসরি চাল কিনবে না, ফলে বাজারে সরবরাহ বাড়বে এবং দাম নিয়ন্ত্রণে থাকবে।
নভেম্বরের শেষ দিকে আমন সংগ্রহ অভিযান শুরু হওয়ার কথা জানিয়ে আলী ইমাম মজুমদার বলেন, গত বোরো মৌসুমের তুলনায় এবার ধানের দাম ৪ টাকা বৃদ্ধি করা হয়েছে। আগামী আমন মৌসুমেও কৃষকদের উৎসাহিত করতে সরকার বিভিন্ন প্রণোদনা কার্যক্রম চালাবে। ধান সংগ্রহের নীতিমালায় কোনো বাধা থাকলে তা পুনর্বিবেচনা করা হবে।
অবৈধ মজুত বা সিন্ডিকেটের বিষয়েও উপদেষ্টা বলেন, বাজারে যেকোনো অবৈধ মজুতের বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে। অনুমোদিত লভ্যাংশের বাইরে মজুত রাখলে সেটিও আইনত দায়সাপেক্ষ।
এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেন, সবজি ও অন্যান্য পণ্যের দাম প্রাকৃতিক অবস্থার সঙ্গে সম্পর্কিত। চলতি বৃষ্টির অনিয়মিততার কারণে সবজির দাম বৃদ্ধি পেয়েছে। প্রশাসন বাজার মনিটরিং করছে যাতে কোনো সিন্ডিকেট বা চাঁদাবাজি পণ্যের মূল্য নিয়ন্ত্রণে সমস্যা না করে।
সভায় চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক মো. আবুল হাসনাত হুমায়ুন কবীর।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এশিয়া কাপ ২০২৫: বাংলাদেশ বনাম পাকিস্তান,সরাসরি দেখবেন যেভাবে
- এশিয়া কাপ: পাকিস্তান বনাম শ্রীলঙ্কা, সরাসরি দেখবেন যেভাবে
- উৎপাদন বন্ধ ৩০ কোম্পানির তালিকা প্রকাশ করেছে ডিএসই
- তালিকাচ্যুত হচ্ছে পাঁচ ব্যাংক, বলির পাঠা শেয়ারবাজারের বিনিয়োগকারীরা!
- শেয়ারবাজারের ১২ কোম্পানির ২ হাজার কোটি টাকার নতুন বিনিয়োগ
- নতুন দিগন্তে বেক্সিমকো, শেয়ারবাজারে আশার আলো
- যেভাবে পাঁচ ব্যাংকের আমানতকারীদের টাকা ফেরত দেওয়া হবে
- এনবিআর-এর ক্যাশ গেইন প্রতিক্রিয়া অতিরঞ্জিত: আনিসুজ্জামান চৌধুরী
- বিদেশি বিনিয়োগ বেড়েছে শেয়ারবাজারের ৬ কোম্পানিতে
- বিএসইসি-ডিএসই’র নাকের ডগায় লোকসানি শেয়ার নিয়ে কারসাজি
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ৬ কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণার তারিখ জানাল তিন কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা করেছে এনভয় টেক্সটাইল
- শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর নতুন আবেদন
- ডিভিডেন্ড ঘোষণা করেছে মুন্নু সিরামিক