ঢাকা, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১২ আশ্বিন ১৪৩২
নির্বাচনে কোনো দলের পক্ষে কাজ করার নির্দেশ দেওয়া হবে না: সিইসি
.jpg)
নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন স্পষ্ট জানিয়েছেন, ভোটের প্রক্রিয়ায় কোনো ধরনের অন্যায় বা বেআইনি নির্দেশনা দেওয়া হবে না। সব নির্দেশনা আইনের বিধি মোতাবেক হবে এবং কোনো কর্মকর্তাকে কোনো দলের পক্ষে কাজ করার জন্য নির্দেশ দেওয়া হবে না।
শনিবার (২৭ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয় মিলনায়তনে অনুষ্ঠিত ‘নির্বাচন কর্মকর্তা সম্মেলন-২০২৫’ অনুষ্ঠানে সিইসি এসব কথা বলেন।
তিনি আরও যোগ করেন, আমাদের নির্দেশনা হবে সঠিক কাজটি সঠিকভাবে করার।
সিইসি বলেন, আমাদের ওপর আস্থা আছে বলেই প্রধান উপদেষ্টা বারবার বলেছেন, আমরা ঐতিহাসিক নির্বাচন সম্পন্ন করবো। আমরা অনুরাগ-বিরাগে না পড়ে, আইন মেনে দায়িত্ব পালন করব। এই নির্বাচনের পরিস্থিতি বিশেষ। তাই আমাদের বিশেষভাবে এটি মোকাবিলা করতে হবে। যারা বিদেশে আছেন, জেলখানায় আছেন, কিংবা সরকারি কর্মকর্তা তাদের ভোটাধিকার নিশ্চিত করা হবে। আমরা একসঙ্গে অনেক নতুন দায়িত্ব নিয়ে কাজ করছি।
তিনি নির্বাচনী কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, আপনারা সঠিকভাবে কাজ করলে আমাদের শপথ রক্ষা হবে। এটি শুধু আপনার জন্য নয়, দেশের জন্য গুরুত্বপূর্ণ। আমরা কোনো বেআইনি বা পক্ষপাতমূলক নির্দেশনা দেবো না। আইন অনুযায়ী সঠিক কাজ নিশ্চিত করতে হবে।
সিইসি কর্মকর্তাদের হাতে তুলে আল্লাহকে সাক্ষী রেখে শপথ করান, যাতে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন নিশ্চিত করা যায়। তিনি আরও বলেন, চ্যালেঞ্জ রয়েছে, তার কিছু অদৃশ্য। তবে আমি সবসময় পজিটিভ দৃষ্টিকোণেই কাজ দেখি।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, তাহমিনা আহমেদ, আনোয়ারুল ইসলাম সরকার, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ এবং নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এশিয়া কাপ ২০২৫: বাংলাদেশ বনাম পাকিস্তান,সরাসরি দেখবেন যেভাবে
- এশিয়া কাপ: পাকিস্তান বনাম শ্রীলঙ্কা, সরাসরি দেখবেন যেভাবে
- উৎপাদন বন্ধ ৩০ কোম্পানির তালিকা প্রকাশ করেছে ডিএসই
- তালিকাচ্যুত হচ্ছে পাঁচ ব্যাংক, বলির পাঠা শেয়ারবাজারের বিনিয়োগকারীরা!
- শেয়ারবাজারের ১২ কোম্পানির ২ হাজার কোটি টাকার নতুন বিনিয়োগ
- নতুন দিগন্তে বেক্সিমকো, শেয়ারবাজারে আশার আলো
- যেভাবে পাঁচ ব্যাংকের আমানতকারীদের টাকা ফেরত দেওয়া হবে
- এনবিআর-এর ক্যাশ গেইন প্রতিক্রিয়া অতিরঞ্জিত: আনিসুজ্জামান চৌধুরী
- বিদেশি বিনিয়োগ বেড়েছে শেয়ারবাজারের ৬ কোম্পানিতে
- বিএসইসি-ডিএসই’র নাকের ডগায় লোকসানি শেয়ার নিয়ে কারসাজি
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ৬ কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণার তারিখ জানাল তিন কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা করেছে এনভয় টেক্সটাইল
- শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর নতুন আবেদন
- ডিভিডেন্ড ঘোষণা করেছে মুন্নু সিরামিক