ঢাকা, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১২ আশ্বিন ১৪৩২
দেশ গঠনে ঐক্যের বিকল্প কিছু নেই: তারেক রহমান
.jpg)
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, এখন সময় এসেছে সবাইকে একতাবদ্ধ হওয়ার। একতাবদ্ধ না হলে নতুন ধরনের গুপ্ত স্বৈরাচারের উদ্ভব হতে পারে।দেশ গঠনে ঐক্যের বিকল্প কিছু নেই।
শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে কুমিল্লা টাউনহল মাঠে অনুষ্ঠিত কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
তারেক রহমান বলেন, দীর্ঘ আন্দোলনের পর দেশে স্বৈরাচারের পতন হয়েছে। এখন দেশের পুনর্গঠন ও জনগণের প্রত্যাশা অনুযায়ী দেশ পরিচালনার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। তিনি বলেন, একটি ঘর তৈরি করতে হলে বহু মানুষের শ্রম লাগে, কিন্তু ধ্বংস করতে খুব কম লোক যথেষ্ট। আমাদের দেশও সেই ঘরের মতো, যা দীর্ঘ ১৫ বছরের ডাকাতি থেকে মুক্ত করেছে জনগণ।
ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও বলেন, এই বাংলাদেশকে গঠন করা আমাদের সবার দায়িত্ব। দেশ গঠনের জন্য রাজনৈতিক কর্মীরা জনগণের কাছে সরাসরি পৌঁছাতে হবে। শুধু বড় মিটিং বা সভা যথেষ্ট নয়, ছোট টিম করে জনগণের দুয়ারে পৌঁছাতে হবে। তিনি বলেন, জনগণকে বোঝাতে হবে, আমরা জাতীয়তাবাদী দল, আমাদের সমর্থন করলে আমরা দেশকে গঠন করব। শিক্ষাব্যবস্থা, যোগাযোগ ব্যবস্থা, নারীর ক্ষমতায়ন, কৃষক ও স্বাস্থ্যসেবার উন্নয়ন এসব কার্যক্রম বাস্তবায়নের পরিকল্পনা জনগণের কাছে পৌঁছাতে হবে।
তারেক রহমান বাংলাদেশের ইতিহাসকে স্মরণ করে বলেন, স্বাধীনতার পর একাধিকবার স্বৈরাচার দেশ দখল করেছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। তারপর আবার স্বৈরাচার দাপট দেখিয়েছে, কিন্তু দেশের জনগণ সববারই তা বিতাড়িত করেছে। তিনি বলেন, বিগত ১৫ বছর ধরে আরেক স্বৈরাচার দেশের মানুষের ওপর চাপিয়ে দেওয়া হয়েছিল, যা জনগণের আন্দোলনের মাধ্যমে বিতাড়িত হয়েছে।
তিনি আরও বলেন, আন্দোলনের সময় বিএনপির নেতাকর্মীরা হত্যার শিকার, গুম ও নির্যাতনের সম্মুখীন হয়েছে। অনেকেই জেলের ভেতরে মারা গেছেন, কেউ পঙ্গুত্ববরণ করেছেন। আজ সেই স্বৈরাচারের পতন হয়েছে এবং সামনে দেশ গঠনের সময় এসেছে।
কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক যাকারিয়া তাহের সুমনের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। এছাড়া উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, চেয়ারপারসনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরী, উপদেষ্টা মণ্ডলীর সদস্য হাজী আমিনুর রশিদ ইয়াসিন, শিল্পবিষয়ক সম্পাদক আবুল কালাম, কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূইয়া, মহানগর সভাপতি উদবাতুল বারী আবু, সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু সহ অন্যান্য নেতাকর্মীরা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এশিয়া কাপ ২০২৫: বাংলাদেশ বনাম পাকিস্তান,সরাসরি দেখবেন যেভাবে
- এশিয়া কাপ: পাকিস্তান বনাম শ্রীলঙ্কা, সরাসরি দেখবেন যেভাবে
- উৎপাদন বন্ধ ৩০ কোম্পানির তালিকা প্রকাশ করেছে ডিএসই
- তালিকাচ্যুত হচ্ছে পাঁচ ব্যাংক, বলির পাঠা শেয়ারবাজারের বিনিয়োগকারীরা!
- শেয়ারবাজারের ১২ কোম্পানির ২ হাজার কোটি টাকার নতুন বিনিয়োগ
- নতুন দিগন্তে বেক্সিমকো, শেয়ারবাজারে আশার আলো
- যেভাবে পাঁচ ব্যাংকের আমানতকারীদের টাকা ফেরত দেওয়া হবে
- এনবিআর-এর ক্যাশ গেইন প্রতিক্রিয়া অতিরঞ্জিত: আনিসুজ্জামান চৌধুরী
- বিদেশি বিনিয়োগ বেড়েছে শেয়ারবাজারের ৬ কোম্পানিতে
- বিএসইসি-ডিএসই’র নাকের ডগায় লোকসানি শেয়ার নিয়ে কারসাজি
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ৬ কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণার তারিখ জানাল তিন কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা করেছে এনভয় টেক্সটাইল
- শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর নতুন আবেদন
- ডিভিডেন্ড ঘোষণা করেছে মুন্নু সিরামিক