ঢাকা, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১১ আশ্বিন ১৪৩২
ডাকসু নিয়ে ঢাবি প্রশাসনের জবাবে ক্ষোভ ছাত্রদলের
.jpg)
নিজস্ব প্রকিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে অনিয়মের অভিযোগ নিয়ে নতুন করে প্রতিক্রিয়া জানিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল। সংগঠনটি বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাম্প্রতিক বক্তব্যকে ‘ভিত্তিহীন ও অস্পষ্ট’ আখ্যায়িত করে পাল্টা বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের দপ্তর সম্পাদক মল্লিক ওয়াসি উদ্দিন তামীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষার্থীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে প্রার্থীরা যে আবেদন জমা দিয়েছিলেন এবং ছাত্রদল সমর্থিত প্রার্থীদের পক্ষ থেকে যে ১১টি অনিয়মের অভিযোগ উত্থাপিত হয়েছিল, সেগুলো যথাযথভাবে বিশ্লেষণ বা পর্যালোচনা না করেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তড়িঘড়ি করে বিবৃতি দিয়েছে।
ছাত্রদল নেতারা দাবি করেন, ভোটার উপস্থিতি নিয়ে শিক্ষার্থীদের সন্দেহ দূর করতে হলে নির্বাচনের দিনের পূর্ণ সিসিটিভি ফুটেজ পর্যালোচনা অপরিহার্য। যেহেতু এই ফুটেজ পাবলিক ডকুমেন্ট নয়, তাই বিশ্ববিদ্যালয় প্রশাসনের উপস্থিতিতে প্রার্থীরা ব্যক্তিগতভাবে তা দেখার আবেদন করেছিলেন। ডাকসু ও হল সংসদের গঠনতন্ত্র অনুযায়ী তিন দিনের মধ্যে আবেদন করেও বারবার প্রশাসনের মনোযোগ আকর্ষণের চেষ্টা করা হয়। পরবর্তীতে সংবাদ সম্মেলনে সুনির্দিষ্ট ১১টি অনিয়মের অভিযোগ জানানো হয়। তবুও বিশ্ববিদ্যালয় প্রশাসন এসব অভিযোগকে ‘সারবত্তাহীন’ ও ‘অনির্দিষ্ট’ বলেছে, যা ছাত্রদলের কাছে প্রশ্নবিদ্ধ।
সংগঠনটির সভাপতি গণেশ চন্দ্র রায় ও সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন আশা প্রকাশ করেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে এসব অভিযোগের স্বচ্ছ সমাধান করবে। তাদের বিশ্বাস, বিশেষজ্ঞদের সম্পৃক্ত করে তদন্ত করলে প্রকৃত তথ্য প্রকাশ পাবে এবং শিক্ষার্থীরা সঠিক উত্তর হাতে পাবেন।
ছাত্রদলের অভিযোগ, ভোটার তালিকা পোলিং এজেন্টদের হাতে না থাকায় প্রকৃত ভোটার উপস্থিতি যাচাই করা যায়নি। নির্বাচনের আগে ছবি ও তথ্য প্রকাশ নিয়ে আইনি জটিলতা থাকলেও শুধুমাত্র উপস্থিতির তথ্য গোপনীয়ভাবে যাচাইয়ের আবেদন করা হয়েছিল। কিন্তু প্রশাসন সেই বিষয়টিও উপেক্ষা করেছে, যা তাদের মতে স্বচ্ছতার ঘাটতিকে স্পষ্ট করে।
আরেকদিকে, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নীলক্ষেতে ব্যালট পেপার ছাপানোর অভিযোগ অস্বীকার করলেও ছাত্রদল বলছে, বিভিন্ন গণমাধ্যমের অনুসন্ধান প্রমাণ করেছে যে ব্যালট ছাপানো আসলেই নীলক্ষেতেই হয়েছে। তাই বিশ্ববিদ্যালয়ের দাবি ‘মিথ্যাচার’ ছাড়া কিছু নয় বলে মন্তব্য করেছে তারা।
এ ছাড়া প্রশাসন যখন বলে অভিযোগ দাখিলের দুই সপ্তাহ পর তা উত্থাপন করা হয়েছে, ছাত্রদলের মতে এটি শিক্ষার্থীদের বিভ্রান্ত করার অপকৌশল। যথাসময়ে ও সঠিক নিয়মে অভিযোগ জমা দেওয়ার পরও প্রশাসনের এমন বক্তব্য স্বচ্ছতার পরিপন্থী বলে তারা মনে করে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এশিয়া কাপ ২০২৫: বাংলাদেশ বনাম পাকিস্তান,সরাসরি দেখবেন যেভাবে
- এশিয়া কাপ: পাকিস্তান বনাম শ্রীলঙ্কা, সরাসরি দেখবেন যেভাবে
- উৎপাদন বন্ধ ৩০ কোম্পানির তালিকা প্রকাশ করেছে ডিএসই
- তালিকাচ্যুত হচ্ছে পাঁচ ব্যাংক, বলির পাঠা শেয়ারবাজারের বিনিয়োগকারীরা!
- শেয়ারবাজারের ১২ কোম্পানির ২ হাজার কোটি টাকার নতুন বিনিয়োগ
- সিটি ব্যাংক পোর্টফোলিও ম্যানেজারের শেয়ার জালিয়াতি, তদন্তে বিএসইসি
- যেভাবে পাঁচ ব্যাংকের আমানতকারীদের টাকা ফেরত দেওয়া হবে
- নতুন দিগন্তে বেক্সিমকো, শেয়ারবাজারে আশার আলো
- এনবিআর-এর ক্যাশ গেইন প্রতিক্রিয়া অতিরঞ্জিত: আনিসুজ্জামান চৌধুরী
- বিদেশি বিনিয়োগ বেড়েছে শেয়ারবাজারের ৬ কোম্পানিতে
- চলতি সপ্তাহে ঘোষণা আসছে ৫ কোম্পানির ডিভিডেন্ড
- ডিভিডেন্ড ঘোষণার তারিখ জানাল তিন কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা করেছে মুন্নু সিরামিক
- শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর নতুন আবেদন
- ঝড়ের গতিতে উত্থান, রকেটের গতিতে পতনের শেয়ার