ঢাকা, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১১ আশ্বিন ১৪৩২

জেলখানার কষ্ট ও বাবার গল্প শামারুহের আবেগঘন ফেসবুক পোস্টে

২০২৫ সেপ্টেম্বর ২৬ ১৮:৪৭:৩০

জেলখানার কষ্ট ও বাবার গল্প শামারুহের আবেগঘন ফেসবুক পোস্টে

নিজস্ব প্রতিবেদক :বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মেয়ে শামারুহ মির্জা তার বাবার কারাজীবনের অভিজ্ঞতা এবং দলের কর্মীদের প্রতি এক আবেগঘন বার্তা ফেসবুকে প্রকাশ করেছেন। পোস্টে তিনি ত্যাগী নেতাকর্মীদের প্রতি সহানুভূতি জানানোর পাশাপাশি, দলের কর্মীদের অতীতের সংঘাতপূর্ণ রাজনীতি থেকে সরে এসে ব্যক্তিগত জীবন গড়া এবং উদার গণতান্ত্রিক রাজনীতি চর্চার আহ্বান জানিয়েছেন।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাতে ফেসবুকে নিজের আইডিতে দেওয়া পোস্টে শামারুহ লিখেছেন, “আমি যখন আমার বাবার সাথে জেলখানায় দেখা করতে যেতাম, নিজের কষ্টের কথা কিছু বলতো না। শুধু বলতো ছেলেগুলোর কথা, কারো নখ তুলে নিয়েছে, কারো শরীর জুড়ে মারের দাগ, কেঁদে ফেলতো আব্বু। আব্বু নিজেকে খুব অপরাধী ভাবতো, বলতো এই ছেলেগুলো জীবন শেষ করে আন্দোলন করল, বিয়ে করেনি, অনেকে পড়াশুনা ঠিক করে করেনি। ফেরার সময় আম্মুকে বলতো, কিছু টাকা দিয়ে যেয়ো। সেই টাকা আব্বু ছেলেগুলো যাতে ভালো খায়, সেখানে খরচ করতো।”

শামারুহের পোস্টে আরও উল্লেখ আছে, “পনেরো বছরে গায়ে অনেকের আঁচড় লাগেনি, এখন উড়ে এসে জুড়ে বসে আঙুল ফুলে কলাগাছ হচ্ছে। তুমি এখন কি করবা? কান্নাকাটি করবা, কমপ্লেইন করবা নাকি ব্যাপারটা বুঝে নিজের দিকে তাকাবা?”

এদিকে বিএনপি জানিয়েছে, মির্জা ফখরুল বিদেশি কোনো গণমাধ্যমে সাক্ষাৎকার দেননি।

শামারুহ মির্জার এই আবেগঘন পোস্টে দলের ত্যাগী নেতাকর্মীদের স্মরণ করা এবং নতুন প্রজন্মের জন্য উদার ও দায়িত্বশীল রাজনীতি চর্চার বার্তা স্পষ্টভাবে ফুটে উঠেছে।

ডুয়া/নয়ন

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত