ঢাকা, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১১ আশ্বিন ১৪৩২
প্রতীক নিয়ে বিতর্ক , ইসি বললেন—ভোট হবে সময়মতো
.jpg)
নিজস্ব প্রতিবেদক :পিআর পদ্ধতি ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্বাচনি প্রতীক ইস্যু নিয়ে সৃষ্ট জটিলতা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে চাঁপাইনবাবগঞ্জের শহীদ সাটু মিলনায়তনে ‘নির্বাচন প্রক্রিয়ায় ভোটগ্রহণকারী কর্মকর্তাদের দায়িত্ব পালনে চ্যালেঞ্জসমূহ নিরূপণ ও উত্তরণের উপায়’ শীর্ষক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। সিবিটিইপি প্রকল্প কর্মশালাটির আয়োজন করে।
ইসি আনোয়ারুল ইসলাম বলেন, নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান। বিদ্যমান আইনের আলোকে সব কাজ সম্পন্ন হয় এবং হবে। আইনের ব্যত্যয় ঘটিয়ে কমিশন কোনো পদক্ষেপ নেবে না। তিনি আরও জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি ইতোমধ্যে শুরু হয়েছে এবং কমিশন এ জন্য সম্পূর্ণ প্রস্তুত।
সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, অতীতের নির্বাচনে অবৈধ কর্মকাণ্ডে জড়িতদের নিবিড়ভাবে পরীক্ষা-নিরীক্ষা করা হবে এবং তাদের নির্বাচনি দায়িত্ব থেকে দূরে রাখা হবে।
কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ, চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ ও পুলিশ সুপার রেজাউল করিমসহ স্থানীয় প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।
নির্বাচন কমিশনের মতে, পিআর পদ্ধতি ও এনসিপির প্রতীক সংক্রান্ত সাম্প্রতিক আলোচনার কারণে ভোটার বা নির্বাচনি প্রক্রিয়ায় কোনো জটিলতা সৃষ্টি হবে না। সংবিধান অনুযায়ী নির্ধারিত সময়েই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
ডুয়া/ নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এশিয়া কাপ ২০২৫: বাংলাদেশ বনাম পাকিস্তান,সরাসরি দেখবেন যেভাবে
- এশিয়া কাপ: পাকিস্তান বনাম শ্রীলঙ্কা, সরাসরি দেখবেন যেভাবে
- উৎপাদন বন্ধ ৩০ কোম্পানির তালিকা প্রকাশ করেছে ডিএসই
- তালিকাচ্যুত হচ্ছে পাঁচ ব্যাংক, বলির পাঠা শেয়ারবাজারের বিনিয়োগকারীরা!
- শেয়ারবাজারের ১২ কোম্পানির ২ হাজার কোটি টাকার নতুন বিনিয়োগ
- সিটি ব্যাংক পোর্টফোলিও ম্যানেজারের শেয়ার জালিয়াতি, তদন্তে বিএসইসি
- যেভাবে পাঁচ ব্যাংকের আমানতকারীদের টাকা ফেরত দেওয়া হবে
- নতুন দিগন্তে বেক্সিমকো, শেয়ারবাজারে আশার আলো
- এনবিআর-এর ক্যাশ গেইন প্রতিক্রিয়া অতিরঞ্জিত: আনিসুজ্জামান চৌধুরী
- বিদেশি বিনিয়োগ বেড়েছে শেয়ারবাজারের ৬ কোম্পানিতে
- চলতি সপ্তাহে ঘোষণা আসছে ৫ কোম্পানির ডিভিডেন্ড
- ডিভিডেন্ড ঘোষণার তারিখ জানাল তিন কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা করেছে মুন্নু সিরামিক
- শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর নতুন আবেদন
- ঝড়ের গতিতে উত্থান, রকেটের গতিতে পতনের শেয়ার