ঢাকা, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ৩ অগ্রহায়ণ ১৪৩২

বিভাগ স্থানান্তরের প্রতিবাদে ঢাকা কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ

২০২৫ সেপ্টেম্বর ২৬ ১২:১৪:১৬

বিভাগ স্থানান্তরের প্রতিবাদে ঢাকা কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক: ঢাকা কলেজের উদ্ভিদবিজ্ঞান বিভাগের ভবিষ্যৎ নিয়ে শিক্ষার্থী ও প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। সাত কলেজের যৌথ প্রস্তাবিত ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’-তে এই বিভাগের ইডেন মহিলা কলেজে স্থানান্তরের পরিকল্পনা উঠে আসায় তারা ক্ষোভ প্রকাশ করেছেন।

শিক্ষার্থীরা বলছেন, বোটানি বিভাগ শুধু একটি একাডেমিক ইউনিট নয়, এটি তাদের ইতিহাস, পরিচয় ও গর্বের অংশ। প্রস্তাব বাস্তবায়িত হলে শিক্ষার্থীদের নিজস্ব পরিচয় বিলীন হয়ে যেতে পারে। বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা জানিয়েছে, প্রয়োজনে তারা শান্তিপূর্ণ আন্দোলন থেকে শুরু করে কঠোর কর্মসূচি নিতে প্রস্তুত।

সাবেক শিক্ষার্থীরা সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন। তারা বলছেন, বিভাগ ঢাকা কলেজে না থাকলে তারা নিজেদের পরিচয় হারাবেন। “বোটানি আমাদের আত্মপরিচয়ের অংশ। এটি অন্য কোথাও গেলে আমাদের অস্তিত্ব প্রশ্নবিদ্ধ হবে,” এক প্রাক্তন শিক্ষার্থী বলেন।

বর্তমান শিক্ষার্থীরাও জোর দিয়ে বলেছেন, আলাদা পাবলিক বিশ্ববিদ্যালয় গঠন প্রশংসনীয় হলেও, তা যেন শিক্ষার্থীর অর্জন ও পরিচয়কে বিলীন না করে। ২০২০-২১ সেশনের এক শিক্ষার্থী বলেন, “ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির স্বপ্ন আমাদেরও। কিন্তু ঢাকা কলেজের নিজস্ব বিভাগ অন্যত্র পাঠানো মানে আমরা নিজেদের ইতিহাস হারাব।”

২০২১-২২ সেশনের শিক্ষার্থী আকাশ বলেন, “ঢাকা কলেজের বোটানি শুধু একাডেমিক পরিচয় নয়, এটি আমাদের গর্ব। ইডেনে গেলে আমাদের নাম হারিয়ে যাবে।”

খোঁজে জানা গেছে, নতুন বিশ্ববিদ্যালয়ে অনেক সাবজেক্ট না রাখায় শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ শুরু হয়েছে। বিষয়টি এখনও খসড়া পর্যায়ে রয়েছে এবং বাস্তবায়নের আগে সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনা হবে। অন্তবর্তী প্রশাসন এখনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি।

উল্লেখ্য, ১৯৯৭-৯৮ শিক্ষাবর্ষে যাত্রা শুরু করা এই বিভাগটি দীর্ঘ ২৭ বছর ধরে ঢাকা কলেজের অন্যতম পরিচিত এবং সফল বিভাগ। বর্তমানে অনার্স ও মাস্টার্স মিলিয়ে শিক্ষার্থীর সংখ্যা প্রায় ৬৩০ জন।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত