ঢাকা, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১০ আশ্বিন ১৪৩২

টঙ্গীতে অগ্নিকাণ্ড

নিহত-আহত ফায়ার ফাইটারদের পরিবারকে ত্রাণ মন্ত্রণালয়ের সহায়তা

২০২৫ সেপ্টেম্বর ২৫ ২১:০৯:৫১

নিহত-আহত ফায়ার ফাইটারদের পরিবারকে ত্রাণ মন্ত্রণালয়ের সহায়তা

নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের টঙ্গীতে কেমিক্যাল গুদাম অগ্নিকাণ্ডে আহত ও নিহত ফায়ার সার্ভিস কর্মীদের পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। মোট ১৩ লাখ টাকার এ সহায়তা বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকার জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করা ফায়ার ফাইটার শামীম আহমেদ ও নুরুল হুদার পরিবারকে ৫ লাখ টাকা করে আর্থিক সহযোগিতা প্রদান করা হয়েছে। মন্ত্রণালয়ের পক্ষ থেকে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মকর্তারা তাঁদের হাতে চেক হস্তান্তর করেন।

এ ছাড়া দগ্ধ অবস্থায় চিকিৎসাধীন ওয়ারহাউস ইন্সপেক্টর খন্দকার জান্নাতুল নাঈমকে (৪২ শতাংশ দগ্ধ) ২ লাখ টাকা এবং ফায়ার ফাইটার মুহাম্মদ জয় হাসানকে (৫ শতাংশ দগ্ধ) ১ লাখ টাকা সহায়তা প্রদানের জন্য ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্তৃপক্ষের কাছে চেক হস্তান্তর করা হয়েছে।

প্রসঙ্গত, গত মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) গাজীপুরের টঙ্গীর সাহারা মার্কেটের একটি কেমিক্যাল গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। এতে টঙ্গী ফায়ার স্টেশনের চার কর্মীসহ কারখানার এক কর্মী গুরুতর দগ্ধ হন।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত