ঢাকা, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১০ আশ্বিন ১৪৩২

হিজাব পরায় অনেকে আমায় শিবির-ছাত্রীসংস্থা বলে: ডাকসু সদস্য

২০২৫ সেপ্টেম্বর ২৫ ১৭:০০:৫৯

হিজাব পরায় অনেকে আমায় শিবির-ছাত্রীসংস্থা বলে: ডাকসু সদস্য

নিজস্ব প্রতিবেদক: হিজাব পড়ায় অনেকে ছাত্রশিবির, ছাত্রীসংস্থা বলে ট্যাগিং করে থাকেন বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) এর নির্বাচিত সদস্য উম্মা উসওয়াতুন রাফিয়া।

আজ বৃহস্পতিবার ডাকসুর উদ্যোগে মেডিকেল ক্যাম্প পরিদর্শনে এসে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে এসব ট্যাগিং করতেও দেখা যায়।

তিনি বলেন, হিজাব পড়ায় আমাকে অনেকে ছাত্রশিবির, ছাত্রীসংস্থা বলে ট্যাগিং করেন। এট মজাই লাগে। কারণ একজন মুসলিম হিসেবে ন্যনতম পর্দা মেনে চলা, নামাজ আদায় করা তো আমাদের দায়িত্ব। এগুলোকে আমি পাত্তা দিই না। কখনো আমি রাজনীতির সঙ্গে জড়িত ছিলাম না, এখনো নেই।

রাফিয়া বলেন, শিবির এখনো পর্যন্ত নারীবিদ্বেষী কথা বলতে দেখিনি। আমার সাথে কিংবা আমার আশেপাশে কারো সাথে এমন ঘটনা ঘটেনি। পোষাক নিয়েও কোনো মন্তব্য করেনি। বরং ডাকসুর ভিপি ঘোষণা দিয়েছেন যার যার স্বাধীনতা অনুযায়ী সে পোষাক পরবে, মত প্রকাশ করবে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত