ঢাকা, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১০ আশ্বিন ১৪৩২

পিআর পদ্ধতি: স্বৈরতন্ত্রের আড়াল—সালাহউদ্দিন      

২০২৫ সেপ্টেম্বর ২৫ ১৬:৫৪:৪৯








পিআর পদ্ধতি: স্বৈরতন্ত্রের আড়াল—সালাহউদ্দিন




 
 



 

নিজস্ব প্রতিবেদক : পিআর (Proportional Representation) পদ্ধতির মাধ্যমে দেশে দলীয় ও ব্যক্তি স্বৈরতন্ত্র প্রতিষ্ঠিত হওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্টে আয়োজিত এক সেমিনারে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, অনেক আইনজীবীর মতে বর্তমান সরকার পুরোপুরি সাংবিধানিক নয়; বরং এটি অভিপ্রায়ের ভিত্তিতে পরিচালিত হচ্ছে। তবে জনগণের অভিপ্রায়ের প্রতিফলন ঘটানো সংবিধান কার্যকর না হওয়া পর্যন্ত এসব আলোচনা কেবল বক্তৃতার মধ্যেই সীমাবদ্ধ থাকবে।

একই সঙ্গে তিনি সাম্প্রতিক কিছু জরিপের বৈধতা নিয়েও প্রশ্ন তোলেন। সালাহউদ্দিন বলেন, “এক জরিপে বলা হচ্ছে ৫৬ শতাংশ মানুষ পিআর পদ্ধতি বোঝে না। অথচ আরেক জরিপে দাবি করা হচ্ছে ৭০ শতাংশ মানুষ পিআর পদ্ধতির পক্ষে। ৫৬ শতাংশ মানুষই যদি না বোঝে, তবে এত সমর্থনের তথ্য কোথা থেকে এলো? এ ধরনের বিভ্রান্তিকর তথ্য জাতিকে ভুল পথে পরিচালিত করছে।”

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “যদি সরকারের নির্বাচন দেওয়ার এখতিয়ার না থাকে, তবে রাজনৈতিক দলের এখতিয়ার কোথায়? কোন আইনে নির্বাচন হবে—এটা জাতির জানা দরকার।”পিআর পদ্ধতি নিয়ে তিনি আরও বলেন, “এ ব্যবস্থায় ভোট পড়বে প্রতীকে, কিন্তু কাকে সংসদ সদস্য বানানো হবে তা ঠিক করবে কেবল দলের শীর্ষ নেতৃত্ব। এতে জনগণের পছন্দ গুরুত্ব পাবে না, বরং দলীয় ও ব্যক্তি স্বৈরতন্ত্র প্রতিষ্ঠিত হবে।”

সতর্ক করে বিএনপির এই নেতা বলেন, “আমরা গণঅভ্যুত্থানের মাধ্যমে স্বৈরতন্ত্রের অবসান করেছি। এখন যদি পিআর পদ্ধতির মাধ্যমে আবারও স্বৈরতন্ত্র প্রতিষ্ঠিত হয়, তবে সেটা হবে জনগণের সঙ্গে এক বড় প্রতারণা।”

নয়ন

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত