ঢাকা, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১০ আশ্বিন ১৪৩২

এস আলমের বিরুদ্ধে রেড নোটিশ জারির নির্দেশ

২০২৫ সেপ্টেম্বর ২৫ ১৩:৪২:০১

এস আলমের বিরুদ্ধে রেড নোটিশ জারির নির্দেশ

নিজস্ব প্রতিবেদক: ঢাকা মহানগর দায়রা জজ আদালত এস আলম গ্রুপের মালিক মোহাম্মদ সাইফুল আলম ও তার তিন ভাইয়ের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারি করার নির্দেশ দিয়েছেন। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুদকের আবেদন মেনে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক সাব্বির ফয়েজ এ আদেশ দেন।

এস আলম গ্রুপ চট্টগ্রামভিত্তিক একটি বিশাল ব্যবসায়ী গোষ্ঠী। গ্রুপের কর্ণধার সাইফুল আলমকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ হিসেবে মনে করা হয়। ২০১৭ সালে ইসলামী ব্যাংক দখলের পর গ্রুপটি সোশ্যাল ইসলামী ব্যাংক ও ন্যাশনাল ব্যাংক দখল করে। মোট ৮টি ব্যাংকের নিয়ন্ত্রণ গ্রুপটির হাতে চলে আসে।

তবে আওয়ামী লীগ সরকারের পরিবর্তনের পর ব্যাংকগুলোতে তাদের নিয়ন্ত্রণ শেষ হয়। পরবর্তী সময়ে গ্রুপের ঋণ খেলাপি হতে শুরু করে, যা এখন আইনি প্রক্রিয়ায় নিলামে যাওয়ার পথে। ইসলামী ব্যাংক বর্তমানে এই সংকটের মুখে পড়েছে।

এমজে

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত