ঢাকা, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫, ১৫ পৌষ ১৪৩২
নিউইয়র্কের ঘটনার প্রতিবাদে শরীয়তপুরে ডিম নিক্ষেপ, বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক: নিউইয়র্কে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সফরসঙ্গীদের ওপর ডিম নিক্ষেপের ঘটনার প্রতিবাদে শরীয়তপুরে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এর অংশ হিসেবে মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় নড়িয়া উপজেলার চামটা ইউনিয়নের তেলীপাড়া গ্রামে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জাহিদ হাসানের বাড়ির সামনে বিক্ষোভ করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও স্থানীয় নেতাকর্মীরা।
সন্ধ্যা ৭টার দিকে জেলা এনসিপির সমন্বয়কারী রুহুল আমিনের নেতৃত্বে বিক্ষুব্ধ নেতাকর্মীরা মিছিল নিয়ে জাহিদের বাড়ির মূল ফটকের সামনে অবস্থান নেন এবং সেখানে ডিম নিক্ষেপ করেন। প্রায় আধা ঘণ্টাব্যাপী এ কর্মসূচিতে এনসিপি ও সহযোগী সংগঠনের নেতারা অংশ নেন।
রুহুল আমিন অভিযোগ করেন, আওয়ামী লীগের নেতারা বিদেশে পালিয়ে গিয়ে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে। তিনি বলেন, জাতিসংঘের ৮০তম অধিবেশনে যোগ দিতে প্রধান উপদেষ্টা ড. ইউনূস, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এনসিপি সদস্যসচিব আখতার হোসেন প্রমুখ যুক্তরাষ্ট্র সফরে গেলে সেখানে আওয়ামী লীগ নেতারা ডিম নিক্ষেপ করে। এর প্রতিবাদেই শরীয়তপুরে এ কর্মসূচি পালন করা হয়েছে। বুধবার পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানান তিনি।
শরীয়তপুরের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক ইমরান আল নাজির বলেন, "জাহিদের মতো নেতাদের মাধ্যমে বিদেশে টাকা পাচার হয়েছে। তাই তাদের সামাজিকভাবে প্রতিহত করতে হবে।"
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) আশিক মাহমুদ জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করে।
উল্লেখ্য, গত ২২ সেপ্টেম্বর নিউইয়র্কের জন এফ. কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে এনসিপি নেতা আখতার হোসেন ও তাসনিম জারাকে লক্ষ্য করে আওয়ামী লীগ কর্মীরা ডিম ছোড়ে ও কটুক্তি করে। এ ঘটনার সঙ্গে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক জাহিদ হাসানের নাম উঠে আসে।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে চট্টগ্রাম বনাম নোয়াখালীর ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- বিপিএল ২০২৬: সিলেট বনাম রাজশাহী-খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- নোয়াখালী বনাম চট্টগ্রাম: জমজমাট ম্যাচটি শেষ-জেনে নিন ফলাফল
- চলছে সিলেট বনাম নোয়াখালীর ম্যাচ: দেখুন সরাসরি (LIVE)
- ঢাকা ক্যাপিটালস বনাম রাজশাহী ওয়ারিয়র্স: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- আজ সিলেট বনাম রাজশাহীর ম্যাচ: সরাসরি দেখার উপায়-সময়সূচি
- রাজশাহী ওয়ারিয়র্স বনাম সিলেট টাইটান্স: জমজমাট খেলাটি শেষ-জানুন ফলাফল
- দুবাই ক্যাপিটালস বনাম এমআই ইমিরেটস-খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- ২০২৬ বিপিএল: কবে, কখন, কোথায়-জানুন পূর্ণাঙ্গ সময়সূচি
- জায়ান্টস বনাম এমিরেটস: বোলিংয়ে সাকিব-দেখুন সরাসরি (LIVE)
- আবু ধাবি নাইট রাইডার্স বনাম শারজাহ ওয়ারিয়র্জ: বোলিংয়ে তাসকিন-দেখুন সরাসরি (LIVE)
- কিছুক্ষণ পর চট্টগ্রাম বনাম নোয়াখালীর ম্যাচ: সরাসরি দেখবেন যেভাবে
- এবার প্রকাশ্যে এনসিপি নেতা মোতালেব গুলিবিদ্ধ
- শারজাহ ওয়ারিয়র্স বনাম দুবাই ক্যাপিটালস: ব্যাটিংয়ে মুস্তাফিজরা-সরাসরি দেখুন
- ঢাকা বনাম রাজশাহীর ম্যাচ চলছে: ব্যাটিংয়ে ক্যাপিটালস, দেখুন সরাসরি