ঢাকা, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১০ আশ্বিন ১৪৩২
জুনিয়র বৃত্তি পরীক্ষা: মাউশির পূর্ণাঙ্গ সময়সূচি ও নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘদিন পর আবারও চালু হতে যাওয়া অষ্টম শ্রেণির জুনিয়র বৃত্তি পরীক্ষার পূর্ণাঙ্গ সময়সূচি প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। নতুন সূচি অনুযায়ী, আগামী ২১ ডিসেম্বর থেকে এই পরীক্ষা শুরু হবে এবং চলবে ২৪ ডিসেম্বর পর্যন্ত।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় মাউশির ওয়েবসাইটে এ সময়সূচি প্রকাশ করা হয়।
পরীক্ষার সময়সূচি:২১ ডিসেম্বর: বাংলা২২ ডিসেম্বর: ইংরেজি২৩ ডিসেম্বর: গণিত২৪ ডিসেম্বর: বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয়
প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত তিন ঘণ্টার এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিটি বিষয়ে ১০০ নম্বরের প্রশ্ন থাকবে, তবে বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয় দুটি ৫০ নম্বর করে মোট ১০০ নম্বরের পরীক্ষা হবে। মোট নম্বর থাকবে ৪০০। বিশেষ প্রয়োজনে কর্তৃপক্ষ এই সময়সূচি পরিবর্তন করতে পারবে।
পরীক্ষার্থীদের তাদের প্রবেশপত্র পরীক্ষা শুরুর কমপক্ষে সাতদিন আগে প্রতিষ্ঠানপ্রধানের কাছ থেকে সংগ্রহ করতে হবে। পরীক্ষার ৩০ মিনিট আগে কক্ষে আসন গ্রহণ করতে হবে। উত্তরপত্রের ওএমআর ফরমে রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, বিষয় কোড সঠিকভাবে পূরণ করতে হবে এবং উত্তরপত্র ভাঁজ করা যাবে না। বোর্ড অনুমোদিত সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করা যাবে, তবে কেন্দ্রসচিব ছাড়া অন্য কেউ মোবাইল ফোন বা কোনো ইলেকট্রনিক্স ডিভাইস আনতে পারবেন না। বিশেষ চাহিদাসম্পন্ন পরীক্ষার্থীরা অতিরিক্ত ৩০ মিনিট সময় পাবে।
মাউশি সূত্র অনুযায়ী, জুনিয়র বৃত্তি পরীক্ষার অনলাইনে ফরম পূরণ শুরু হবে ৫ অক্টোবর এবং চলবে ৯ অক্টোবর পর্যন্ত। সোনালী সেবার মাধ্যমে ফি জমা দেওয়ার শেষ তারিখ ১২ অক্টোবর। প্রশ্নপত্র বণ্টন ও যাচাইকরণের কাজ হবে ২৬ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত। ১৬ থেকে ২৩ নভেম্বরের মধ্যে প্রশ্নপত্র জেলা প্রশাসকদের প্রতিনিধির কাছে হস্তান্তর করা হবে।
ঢাকা শিক্ষা বোর্ডের কর্মকর্তারা জানিয়েছেন, জুনিয়র বৃত্তি ট্যালেন্টপুল ও সাধারণ—এই দুই ধরনের হবে। বৃত্তি নীতিমালার শর্ত অনুযায়ী, মাধ্যমিক বা নিম্নমাধ্যমিক বিদ্যালয়ে অধ্যয়নরত অষ্টম শ্রেণির সর্বোচ্চ ২৫ শতাংশ শিক্ষার্থী (সপ্তম শ্রেণির সব প্রান্তিকের সামষ্টিক মূল্যায়নের ফলের ভিত্তিতে) এই পরীক্ষায় অংশ নিতে পারবে। জাতীয় স্টিয়ারিং কমিটি প্রয়োজনে এই সংখ্যা পরিবর্তন করতে পারবে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এশিয়া কাপ ২০২৫: বাংলাদেশ বনাম পাকিস্তান,সরাসরি দেখবেন যেভাবে
- এশিয়া কাপ: পাকিস্তান বনাম শ্রীলঙ্কা, সরাসরি দেখবেন যেভাবে
- উৎপাদন বন্ধ ৩০ কোম্পানির তালিকা প্রকাশ করেছে ডিএসই
- তালিকাচ্যুত হচ্ছে পাঁচ ব্যাংক, বলির পাঠা শেয়ারবাজারের বিনিয়োগকারীরা!
- শেয়ারবাজারের ১২ কোম্পানির ২ হাজার কোটি টাকার নতুন বিনিয়োগ
- সিটি ব্যাংক পোর্টফোলিও ম্যানেজারের শেয়ার জালিয়াতি, তদন্তে বিএসইসি
- যেভাবে পাঁচ ব্যাংকের আমানতকারীদের টাকা ফেরত দেওয়া হবে
- এনবিআর-এর ক্যাশ গেইন প্রতিক্রিয়া অতিরঞ্জিত: আনিসুজ্জামান চৌধুরী
- বিদেশি বিনিয়োগ বেড়েছে শেয়ারবাজারের ৬ কোম্পানিতে
- চলতি সপ্তাহে ঘোষণা আসছে ৫ কোম্পানির ডিভিডেন্ড
- নতুন দিগন্তে বেক্সিমকো, শেয়ারবাজারে আশার আলো
- ডিভিডেন্ড ঘোষণার তারিখ জানাল তিন কোম্পানি
- শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর নতুন আবেদন
- ডিভিডেন্ড ঘোষণা করেছে মুন্নু সিরামিক
- ঝড়ের গতিতে উত্থান, রকেটের গতিতে পতনের শেয়ার