ঢাকা, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫, ১১ কার্তিক ১৪৩২

আখতারের ওপর ডিম হামলায় জড়িত একজন আটক

২০২৫ সেপ্টেম্বর ২৩ ১২:৫৭:৫৩

আখতারের ওপর ডিম হামলায় জড়িত একজন আটক

নিজস্ব প্রতিবেদক: নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনকে লক্ষ্য করে ডিম নিক্ষেপের ঘটনা ঘটেছে। এই ঘটনার সময় আখতার ছিলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস-এর সফরসঙ্গী হিসেবে।

স্থানীয় সময় সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে বিমানবন্দর থেকে বের হওয়ার সময় আখতার হোসেনের ওপর হামলা চালানো হয়। এর প্রায় ৬ ঘণ্টা পর, নিউইয়র্ক পুলিশ মিজানুর রহমান চৌধুরী নামের একজন আওয়ামী লীগ কর্মীকে জ্যাকসন হাইটস এলাকা থেকে আটক করে। পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে আরও বেশ কয়েকজনের সম্পৃক্ততার বিষয় খতিয়ে দেখা হচ্ছে এবং তাদের বাড়িতেও তল্লাশি চালানো হয়েছে।

প্রতিনিধি দলের ফ্লাইটটি স্থানীয় সময় বিকেল ৩টা ১০ মিনিটে জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। টার্মিনালের বাইরে উপস্থিত আওয়ামী লীগের নেতাকর্মীরা বিক্ষোভ দেখান ও বিভিন্ন স্লোগান দেন। আখতার হোসেন গাড়িতে ওঠার সময় কয়েকজন সমর্থক তাকে লক্ষ্য করে ডিম ছোড়ে।

একটি ভিডিও ফুটেজে দেখা যায়, কালো টুপি ও কালো শার্ট পরা একজন ডিমটি আখতারকে লক্ষ্য করে ছুড়ে মারেন, যা আখতারের পিঠে লাগে। সেসময় পাশে থেকে ‘জয় বাংলা’ স্লোগানও শোনা যায়। আখতারকে দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়, যেখানে তিনি নেভি ব্লু জার্সি ও কালো সোয়েটার পরা দুই ব্যক্তির সঙ্গে দ্রুত এগিয়ে যান।

এমজে

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত