ঢাকা, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫, ১৮ আশ্বিন ১৪৩২

এক নজরে ব্যালন ডি’অর ২০২৫ এর সকল পুরস্কার

২০২৫ সেপ্টেম্বর ২৩ ১১:৫২:২৭

এক নজরে ব্যালন ডি’অর ২০২৫ এর সকল পুরস্কার

স্পোর্টস ডেস্ক: প্যারিসের আকাশ আলোয় ঝলমল করল ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর ব্যালন ডি’অর ২০২৫–এ। স্থানীয় সময় সোমবার (২২ সেপ্টেম্বর) ফ্রান্সের থিয়েটার দ্য শার্লটে আয়োজিত ৬৯তম সংস্করণে বিশ্বের সেরা তারকারা মিলিত হয়েছিলেন। সেখানে সবার চোখ কেড়ে নিয়ে বর্ষসেরা ফুটবলারের মুকুট জিতে নিলেন ফরাসি তারকা উসমান দেম্বেলে।

তবে শুধু ব্যালন ডি’অর নয়, মোট ১৩টি ক্যাটাগরিতে দেওয়া হয় ভিন্ন ভিন্ন পুরস্কার। নারী বিভাগে সেরা হয়েছেন বার্সেলোনার স্প্যানিশ মিডফিল্ডার আইতানা বোনমাতি। গোলরক্ষকদের জন্য নির্ধারিত ইয়াসিন ট্রফি জিতেছেন জিয়ানলুইজি দোন্নারুম্মা (পুরুষ) ও হান্না হাম্পটন (নারী)। আর কোচদের স্বীকৃতি ইয়োহান ক্রুইফ ট্রফি গেছে পিএসজির লুইস এনরিকে এবং ইংল্যান্ড নারী দলের কোচ সারিনা ভিগমানের হাতে।

অ-২১ পর্যায়ের প্রতিভাদের জন্য কোপা ট্রফি ছেলেদের বিভাগে জিতেছেন বার্সার লামিনে ইয়ামাল এবং মেয়েদের বিভাগে তারই ক্লাবসঙ্গী ভিকি লোপেজ। সামাজিক অবদান রাখার স্বীকৃতিস্বরূপ সক্রেটিস অ্যাওয়ার্ড পেয়েছে জানা ফাউন্ডেশন।

ক্লাব পর্যায়ে সেরা হয়েছে পিএসজি (পুরুষ) ও আর্সেনাল (নারী)। অন্যদিকে, গোলদাতাদের সম্মাননা জার্ড মুলার ট্রফি পুরুষ বিভাগে জিতেছেন আর্সেনালের সুইডিশ স্ট্রাইকার ভিক্টর গিয়োকেরেস, নারী বিভাগে গেছেন বার্সেলোনার পোলিশ তারকা এয়া পাজোর। সব মিলিয়ে এবারের আসরে চারটি বড় পুরস্কার নিজেদের ঝুলিতে তুলেছে বার্সেলোনা।

এক নজরে বিজয়ীরা – ব্যালন ডি’অর ২০২৫

ব্যালন ডি’অর (পুরুষ): উসমান দেম্বেলে (পিএসজি, ফ্রান্স)

ব্যালন ডি’অর (নারী): আইতানা বোনমাতি (বার্সেলোনা, স্পেন)

ইয়াসিন ট্রফি (পুরুষ): জিয়ানলুইজি দোন্নারুম্মা (ম্যানচেস্টার সিটি, ইতালি)

ইয়াসিন ট্রফি (নারী): হান্না হাম্পটন (চেলসি, ইংল্যান্ড)

ইয়োহান ক্রুইফ ট্রফি (পুরুষ): লুইস এনরিকে (পিএসজি)

ইয়োহান ক্রুইফ ট্রফি (নারী): সারিনা ভিগমান (ইংল্যান্ড)

কোপা ট্রফি (পুরুষ): লামিনে ইয়ামাল (বার্সেলোনা)

কোপা ট্রফি (নারী): ভিকি লোপেজ (বার্সেলোনা, স্পেন)

বর্ষসেরা ক্লাব (পুরুষ): পিএসজি

বর্ষসেরা ক্লাব (নারী): আর্সেনাল

জার্ড মুলার ট্রফি (পুরুষ): ভিক্টর গিয়োকেরেস (আর্সেনাল, সুইডেন)

জার্ড মুলার ট্রফি (নারী): এয়া পাজোর (বার্সেলোনা, পোল্যান্ড)

সক্রেটিস অ্যাওয়ার্ড: জানা ফাউন্ডেশন

এমজে

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত