ঢাকা, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫, ১৮ আশ্বিন ১৪৩২

ব্যালন ডি’অর জিতে ইতিহাস গড়লেন বার্সার মিডফিল্ডার

২০২৫ সেপ্টেম্বর ২৩ ১০:১৯:৪৯

ব্যালন ডি’অর জিতে ইতিহাস গড়লেন বার্সার মিডফিল্ডার

স্পোর্টস ডেস্ক: বিশ্বের বর্ষসেরা ফুটবলারের খেতাব ব্যালন ডি’অর। প্রতিটি ফুটবলার স্বপ্ন দেখেন অন্তত একবার এই পুরস্কার জেতার। এই স্বপ্ন পূরণের পথে বার্সেলোনার স্প্যানিশ মিডফিল্ডার আইতানা বোনমাতি যেন থামতে চাইছেন না।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) প্যারিসে অনুষ্ঠিত অনুষ্ঠানে বোনমাতির হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। তিনবারের জন্য মেয়েদের ব্যালন ডি’অর জিতলেন ২৭ বছর বয়সী এই ফুটবলার। এর ফলে দুইবার নারী ব্যালন জেতা বার্সেলোনা ও স্পেনের আরেক ফুটবলার আলেক্সিয়া পুতেয়াসকে ছাড়িয়ে যান তিনি।

গত মৌসুমে বার্সেলোনা নারী দলের ঘরোয়া ট্রেবল জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন বোনমাতি। সব প্রতিযোগিতা মিলিয়ে ১৬ গোল এবং ১২টি অ্যাসিস্ট করেন তিনি। ইউরোপিয়ান নারী চ্যাম্পিয়ন্স লিগের মৌসুম-সেরা খেলোয়াড় নির্বাচিত হন।

অপরদিকে পুরুষ ফুটবলে ব্যালন ডি’অর জিতেছেন পিএসজির ফরোয়ার্ড উসমান দেম্বেলে। ২৮ বছর বয়সী এ ফুটবলার প্রথমবারের মতো এই সম্মান অর্জন করেছেন। তিনি ষষ্ঠ ফরাসি হিসেবে পুরস্কার জিতলেন। গত মৌসুমে পিএসজির চ্যাম্পিয়ন্স লিগ, লিগ ওয়ান ও ফরাসি কাপ জয়েও বড় ভূমিকা রেখেছেন।

উল্লেখ্য, ব্যালন ডি’অরের নিয়মে ২০২২ সালে পরিবর্তন আনা হয়। আগে ক্লাব ও জাতীয় দলের পুরো বছরের পারফরম্যান্স বিবেচনা করা হতো, এখন ধরা হয় ইউরোপীয় ফুটবলের একটি পুরো মৌসুম (আগস্ট থেকে জুলাই)। সাংবাদিকদের ভোটের মাধ্যমে বিজয়ী নির্বাচিত হন।

এমজে

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত