ঢাকা, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১০ আশ্বিন ১৪৩২

নিউইয়র্কে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা

২০২৫ সেপ্টেম্বর ২৩ ০৮:৪৭:২৪

নিউইয়র্কে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে যুক্তরাষ্ট্র সফরে গেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সফরসঙ্গী হিসেবে তার সঙ্গে রয়েছেন কয়েকজন শীর্ষ রাজনৈতিক নেতা এবং প্রতিনিধি দলের অন্যান্য সদস্যরা।

সোমবার (২২ সেপ্টেম্বর) স্থানীয় সময় বিকেল ৩টায় প্রতিনিধি দলটি নিউইয়র্কের জন এফ. কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। এর আগে বাংলাদেশ সময় রোববার দিবাগত রাত ১টা ৪০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এমিরেটসের একটি ফ্লাইটে তারা নিউইয়র্কের উদ্দেশে যাত্রা শুরু করেন।

প্রধান উপদেষ্টার সফরসঙ্গীদের মধ্যে রয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন, এনসিপির যুগ্ম আহ্বায়ক ডা. তাসনিম জারা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। এছাড়াও জামায়াত নেতা ড. নকিবুর রহমান তারেক প্রতিনিধি দলে যোগ দেবেন।

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে আগামী ২৬ সেপ্টেম্বর ভাষণ দেওয়ার কথা রয়েছে প্রধান উপদেষ্টার। সফর শেষে তিনি ২ অক্টোবর দেশে ফেরার কথা।

এ বছরের অধিবেশন বাংলাদেশের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। কারণ, ৩০ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির সভাপতিত্বে প্রথমবারের মতো “হাই লেভেল কনফারেন্স অন দ্য সিচুয়েশন অব রোহিঙ্গা মুসলিমস অ্যান্ড আদার মাইনোরিটিস ইন মিয়ানমার” শীর্ষক বৈঠক অনুষ্ঠিত হবে। রোহিঙ্গা সংকট সমাধানে কার্যকর প্রস্তাবনা আনাই এ আয়োজনের মূল লক্ষ্য। গত মাসে কক্সবাজারে আন্তর্জাতিক অংশীদার ও রোহিঙ্গা প্রতিনিধিদের সঙ্গে বৈঠকও অনুষ্ঠিত হয়েছিল।

এছাড়া, ড. ইউনূস ২৫ সেপ্টেম্বর যুবকদের জন্য কর্মপরিকল্পনার ৩০তম বার্ষিকী উপলক্ষে উচ্চপর্যায়ের বৈঠকে অংশ নেবেন। সফরকালে তিনি জাতিসংঘ মহাসচিব ও মার্কিন প্রেসিডেন্টের আয়োজিত সংবর্ধনায় যোগ দেওয়ার পাশাপাশি বিভিন্ন দেশের শীর্ষ নেতাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন।

এমজে

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত