ঢাকা, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫, ১৭ আশ্বিন ১৪৩২
ধর্ম মন্ত্রণালয়কে উৎসাহ দিচ্ছে সাংবাদিকরা: ধর্ম উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন মন্তব্য করেছেন যে, সাংবাদিকদের সক্রিয় সহযোগিতা ও সঠিক সংবাদ প্রচারের কারণেই ধর্ম মন্ত্রণালয় ভালো কাজ করতে উৎসাহিত হচ্ছে।
সোমবার (২২ সেপ্টেম্বর) সচিবালয়ে ধর্ম মন্ত্রণালয়ের সভাকক্ষে রিলিজিয়াস রিপোর্টার্স ফোরামের (আরআরএফ) নবনির্বাচিত নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
দায়িত্ব গ্রহণের পর থেকে সাংবাদিকদের কাছ থেকে ব্যাপক সহযোগিতা পেয়েছেন উল্লেখ করে ধর্ম উপদেষ্টা বলেন, "তারা ধর্ম মন্ত্রণালয়ের সংবাদগুলো সঠিকভাবে প্রচার করছেন বলেই আমরা ভালো কাজ করতে আরও উৎসাহ পাচ্ছি।"
মতবিনিময় সভার শুরুতে ধর্ম উপদেষ্টা আরআরএফের নবনির্বাচিত নেতাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় ধর্মসচিব এ কে এম আফতাব হোসেন প্রামাণিক এবং আরআরএফের সভাপতি ফয়েজ উল্লাহ ভুঁইয়া, সাধারণ সম্পাদক খালিদ সাইফুল্লাহসহ অন্যান্য কার্যনির্বাহী সদস্যরা উপস্থিত ছিলেন।
ড. খালিদ হোসেন বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ধর্ম মন্ত্রণালয়ে নিয়োগপ্রাপ্ত অনেক কর্মকর্তাকে 'স্বৈরাচারের দোসর' আখ্যায়িত করে বলেন, এদের অনেককে সরানোর কথা বলা হলেও হাজার হাজার লোক জড়িত থাকায় তা সম্ভব নয়। তবে যারা আছেন, তারা সৎ ও নিবেদিতপ্রাণ কিনা তা দেখার বিষয় এবং তাদের দ্বারা যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে বিষয়ে মন্ত্রণালয় সতর্ক রয়েছে।
তিনি সাংবাদিকদের গঠনমূলক সমালোচনা করার আহ্বান জানিয়ে বলেন, ধর্ম মন্ত্রণালয় বা হজকেন্দ্রিক সংবাদ পরিবেশনের সময় মন্ত্রণালয়ের বক্তব্যও একই সাথে তুলে ধরলে সংবাদ আরও গ্রহণযোগ্য হবে এবং একপেশে সংবাদ পরিহার করা যাবে। ধর্ম উপদেষ্টা আরও বলেন, কেউ অসত্য নিউজ করলে প্রেস কাউন্সিলে যাওয়া বা মানহানির মামলা করার মতো পদক্ষেপ মন্ত্রণালয় নিতে চায় না, তবে তাদেরও ভুলত্রুটি থাকতে পারে, বিশেষ করে তারা যে পরিস্থিতিতে দায়িত্ব নিয়েছেন, তা সবারই জানা।
ধর্ম উপদেষ্টা সংবাদ সংগ্রহের ক্ষেত্রে মন্ত্রণালয় থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাসও দেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এশিয়া কাপ ২০২৫: বাংলাদেশ বনাম পাকিস্তান,সরাসরি দেখবেন যেভাবে
- নতুন দিগন্তে বেক্সিমকো, শেয়ারবাজারে আশার আলো
- দুই বছরের ডিভিডেন্ড পেল তালিকাভুক্ত কোম্পানির বিনিয়োগকারীরা
- ডিভিডেন্ড ঘোষণা করেছে শেয়ারবাজারের ৮ কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ৬ কোম্পানি
- বিএসইসি-ডিএসই’র নাকের ডগায় লোকসানি শেয়ার নিয়ে কারসাজি
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ইবনে সিনা ফার্মা
- চূড়ান্ত অনুমোদনের পথে ৫ কোম্পানির ডিভিডেন্ড
- দু্ই কোম্পানির অস্বাভাবিক শেয়ারদর: ডিএসইর সতর্কবার্তা
- শেয়ারবাজার নিয়ে অর্থনীতির দুই শীর্ষ নেতার কড়া সমালোচনা
- ১৪ প্রতিষ্ঠান রদবদলে শেয়ারবাজারের বিনিয়োগকারীরা অন্ধকারে, বাড়ছে আতঙ্ক
- চলতি সপ্তাহে ঘোষণা আসছে ৫ কোম্পানির ডিভিডেন্ড
- উদ্যোক্তা পরিচালকদের বিনিয়োগ বেড়েছে ৪ কোম্পানিতে
- মুনাফা কমেছে জুতাশিল্পের দুই জায়ান্টের
- শেয়ারবাজার বিনিয়োগকারীদের প্রতারণার চাঞ্চল্যকর তথ্য ফাঁস