ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ২ পৌষ ১৪৩২
বাজার স্থিতিশীল রাখতে সহায়তা দেবে বাংলাদেশ ব্যাংক: গভর্নর
নিজস্ব প্রতিবেদক: আসন্ন রমজান মাসে খাদ্যদ্রব্যের দাম সহনীয় পর্যায়ে রাখার জন্য ব্যবসায়ীরা সর্বোচ্চ চেষ্টা করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন।
সোমবার (২২ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে তারা এই প্রতিশ্রুতি দেন। কেন্দ্রীয় ব্যাংক কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
সরকার যেকোনো মূল্যে মূল্যস্ফীতি ৫ শতাংশের নিচে নামিয়ে আনতে চায়। এই লক্ষ্য অর্জনে পণ্য সরবরাহ স্বাভাবিক রাখতে বাংলাদেশ ব্যাংক ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেছে। বৈঠক শেষে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর জানান, বাজারে স্থিতিশীলতা বজায় রাখতে কেন্দ্রীয় ব্যাংক প্রয়োজনীয় সব নীতিগত সহায়তা দেবে।
মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামাল বলেন, দেশের ভোগ্যপণ্যের মজুত, আমদানির প্রয়োজনীয়তা ও সরবরাহ পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। গভর্নর চান, আমদানি বাড়লেও যেন মূল্যস্ফীতি না বাড়ে। এজন্য বাজার বিশ্লেষণ করে পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন তিনি।
নাবিল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আমিনুল ইসলাম স্বপন জানান, বৈঠকে এলসি (লেটার অব ক্রেডিট) জটিলতা এবং ভোগ্যপণ্যের সরবরাহ নিয়ে আলোচনা হয়েছে। বাজার স্থিতিশীল রাখতে বাংলাদেশ ব্যাংকের সহযোগিতার আশ্বাস তারা পেয়েছেন।
স্বপ্নের ব্যবস্থাপনা পরিচালক সাব্বির হাসান নাসির বলেন, বর্তমানে ডলারের ঘাটতি নেই। ডলার বাজার স্থিতিশীল থাকায় বাংলাদেশ ব্যাংক এখন রিজার্ভ ধরে রেখে মূল্যস্ফীতি কমানো এবং পণ্যের সরবরাহ নিশ্চিত করার দিকে নজর দিচ্ছে।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান জানান, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করতে হলে পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে হবে। এজন্য ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করে বাজার পরিস্থিতি ও সমস্যাগুলো শোনা হয়েছে। জনগুরুত্বপূর্ণ পণ্য আমদানিতে বাংলাদেশ ব্যাংক সব ধরনের সহযোগিতা করবে।
তিনি আরও বলেন, বর্তমানে ব্যাংকগুলোতে ডলার সংকট নেই; বরং কেন্দ্রীয় ব্যাংক বাজার থেকে ডলার কিনছে। তাই ভবিষ্যতে সংকট এড়াতে পণ্য আমদানিতে কোনো বাধা রাখা হবে না। এলসি খোলার ক্ষেত্রেও প্রয়োজনে বাংলাদেশ ব্যাংক সরাসরি সহায়তা দেবে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- যে কারণে বাতিল হলো আজকের ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ
- মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত, এক ক্লিকেই জানুন ফলাফল
- আজ আর্জেন্টিনা বনাম ব্রাজিলর ম্যাচ: সরাসরি দেখবেন যেভাবে
- কিছুক্ষণের মধ্যেই মেডিকেল ভর্তির ফল প্রকাশ, জানবেন যেভাবে
- আগামীকাল ব্রাজিল বনাম আর্জেন্টিনার ম্যাচ: কখন, কোথায়-সরাসরি দেখবেন যেভাবে
- অনলাইনে যেভাবে দেখবেন ২০২৫-২৬ মেডিক্যাল ভর্তি পরীক্ষার ফল
- লাতিন বাংলা সুপার কাপ: আর্জেন্টিনা বনাম ব্রাজিলের খেলা নিয়ে যে সিদ্ধান্ত এলো
- আজ দুপুরে মেডিকেল-ডেন্টাল ভর্তির ফল প্রকাশ, জানবেন যেভাবে
- IPL মিনি নিলাম ২০২৬: কবে, কখন, জানুন বাজেট-বিস্তারিত
- সরকারি-বেসরকারি স্কুলে ভর্তি লটারি চলছে, সরাসরি (LIVE) দেখুন
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: কখন,কোথায়-যেভাবে দেখবেন টি-২০ ম্যাচটি
- আজ IPL নিলাম: জানুন সময়সূচি-সরাসরি দেখার উপায় (LIVE)
- মেডিকেল ভর্তি পরীক্ষায় দেশসেরা শান্ত, জেনে নিন কাট মার্ক
- IPL নিলাম ২০২৬: সরাসরি দেখুন এখানে (LIVE)
- বাংলাদেশ বনাম আফগানিস্তান: শ্বাসরুদ্ধকর ম্যাচটি শেষ-দেখুন ফলাফল