ঢাকা, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১০ আশ্বিন ১৪৩২
বাজার স্থিতিশীল রাখতে সহায়তা দেবে বাংলাদেশ ব্যাংক: গভর্নর

নিজস্ব প্রতিবেদক: আসন্ন রমজান মাসে খাদ্যদ্রব্যের দাম সহনীয় পর্যায়ে রাখার জন্য ব্যবসায়ীরা সর্বোচ্চ চেষ্টা করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন।
সোমবার (২২ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে তারা এই প্রতিশ্রুতি দেন। কেন্দ্রীয় ব্যাংক কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
সরকার যেকোনো মূল্যে মূল্যস্ফীতি ৫ শতাংশের নিচে নামিয়ে আনতে চায়। এই লক্ষ্য অর্জনে পণ্য সরবরাহ স্বাভাবিক রাখতে বাংলাদেশ ব্যাংক ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেছে। বৈঠক শেষে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর জানান, বাজারে স্থিতিশীলতা বজায় রাখতে কেন্দ্রীয় ব্যাংক প্রয়োজনীয় সব নীতিগত সহায়তা দেবে।
মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামাল বলেন, দেশের ভোগ্যপণ্যের মজুত, আমদানির প্রয়োজনীয়তা ও সরবরাহ পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। গভর্নর চান, আমদানি বাড়লেও যেন মূল্যস্ফীতি না বাড়ে। এজন্য বাজার বিশ্লেষণ করে পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন তিনি।
নাবিল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আমিনুল ইসলাম স্বপন জানান, বৈঠকে এলসি (লেটার অব ক্রেডিট) জটিলতা এবং ভোগ্যপণ্যের সরবরাহ নিয়ে আলোচনা হয়েছে। বাজার স্থিতিশীল রাখতে বাংলাদেশ ব্যাংকের সহযোগিতার আশ্বাস তারা পেয়েছেন।
স্বপ্নের ব্যবস্থাপনা পরিচালক সাব্বির হাসান নাসির বলেন, বর্তমানে ডলারের ঘাটতি নেই। ডলার বাজার স্থিতিশীল থাকায় বাংলাদেশ ব্যাংক এখন রিজার্ভ ধরে রেখে মূল্যস্ফীতি কমানো এবং পণ্যের সরবরাহ নিশ্চিত করার দিকে নজর দিচ্ছে।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান জানান, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করতে হলে পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে হবে। এজন্য ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করে বাজার পরিস্থিতি ও সমস্যাগুলো শোনা হয়েছে। জনগুরুত্বপূর্ণ পণ্য আমদানিতে বাংলাদেশ ব্যাংক সব ধরনের সহযোগিতা করবে।
তিনি আরও বলেন, বর্তমানে ব্যাংকগুলোতে ডলার সংকট নেই; বরং কেন্দ্রীয় ব্যাংক বাজার থেকে ডলার কিনছে। তাই ভবিষ্যতে সংকট এড়াতে পণ্য আমদানিতে কোনো বাধা রাখা হবে না। এলসি খোলার ক্ষেত্রেও প্রয়োজনে বাংলাদেশ ব্যাংক সরাসরি সহায়তা দেবে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এশিয়া কাপ ২০২৫: বাংলাদেশ বনাম পাকিস্তান,সরাসরি দেখবেন যেভাবে
- এশিয়া কাপ: পাকিস্তান বনাম শ্রীলঙ্কা, সরাসরি দেখবেন যেভাবে
- উৎপাদন বন্ধ ৩০ কোম্পানির তালিকা প্রকাশ করেছে ডিএসই
- তালিকাচ্যুত হচ্ছে পাঁচ ব্যাংক, বলির পাঠা শেয়ারবাজারের বিনিয়োগকারীরা!
- শেয়ারবাজারের ১২ কোম্পানির ২ হাজার কোটি টাকার নতুন বিনিয়োগ
- সিটি ব্যাংক পোর্টফোলিও ম্যানেজারের শেয়ার জালিয়াতি, তদন্তে বিএসইসি
- যেভাবে পাঁচ ব্যাংকের আমানতকারীদের টাকা ফেরত দেওয়া হবে
- এনবিআর-এর ক্যাশ গেইন প্রতিক্রিয়া অতিরঞ্জিত: আনিসুজ্জামান চৌধুরী
- বিদেশি বিনিয়োগ বেড়েছে শেয়ারবাজারের ৬ কোম্পানিতে
- চলতি সপ্তাহে ঘোষণা আসছে ৫ কোম্পানির ডিভিডেন্ড
- নতুন দিগন্তে বেক্সিমকো, শেয়ারবাজারে আশার আলো
- ডিভিডেন্ড ঘোষণার তারিখ জানাল তিন কোম্পানি
- শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর নতুন আবেদন
- ডিভিডেন্ড ঘোষণা করেছে মুন্নু সিরামিক
- ঝড়ের গতিতে উত্থান, রকেটের গতিতে পতনের শেয়ার