ঢাকা, মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২

রাবি'র শিক্ষক কর্মকর্তাদের লাঞ্ছিত করা নিন্দনীয় অপরাধ: ঢা‌বি সাদা দল

২০২৫ সেপ্টেম্বর ২২ ২০:১৩:০১

রাবি'র শিক্ষক কর্মকর্তাদের লাঞ্ছিত করা নিন্দনীয় অপরাধ: ঢা‌বি সাদা দল

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি মাঈনুদ্দীন, প্রক্টর মাহবুবুর রহমানসহ প্রশাসনিক কর্মকর্তাদের শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দল।

সোমবার এক বিবৃ‌তি‌তে একথা জানায় ঢাবি সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খান এবং যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. আব্দুস সালাম ও অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার।

এক বিবৃতিতে সাদা দ‌লের নেতৃবৃন্দ ব‌লেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাধারণ ছাত্রদের নামে একটি বিশেষ ছাত্রসংগঠনের নেতাকর্মীরা যেভাবে বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি, প্রক্টর ও অন্যান্য কর্মকর্তাদেরকে শারীরিকভাবে লাঞ্ছিত করেছে তা আমাদেরকে ব্যথিত করেছে। কোনো সভ্য সমাজে এ ধরনের ঘটনা অগ্রহণযোগ্য।

নেতৃবৃন্দ বলেন, প্রক্টর মাহবুবুর রহমানের ঘড়ি ও প্রায় দশ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এছাড়া, সাধারণ ছাত্রদের ব্যানারে শিবিরের গুপ্ত কর্মীরা প্রোভিসি, রেজিস্ট্রার ও প্রক্টরকে অবরুদ্ধ করে রাখে, যা প্রশাসনিক কর্তব্য পালনে ব্যাহত হয়েছে। এই ধরনের ঘটনা বিশ্ববিদ্যালয়ের শান্তিপূর্ণ ও শিক্ষাগত পরিবেশের জন্য এক গভীর হুমকি। শিক্ষক, প্রশাসক ও শিক্ষার্থীদের পারস্পরিক শ্রদ্ধা ও আইনের সীমার মধ্যে থেকেই যে কেউই তার মতামত প্রকাশ বা আন্দোলন করতে পারবে- তা অবশ্যই স্বীকৃত পদ্ধতি কখনোই হিংসা, অবরুদ্ধকরণ বা সম্পত্তি ধ্বংসের দিকে যেতে পারে না।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত