ঢাকা, শনিবার, ৮ নভেম্বর ২০২৫, ২৩ কার্তিক ১৪৩২

২০তম দিনে ট্রাইব্যুনালে সাবেক নেতাদের জেরা শুরু

২০২৫ সেপ্টেম্বর ২২ ১২:৩৩:৪৫

২০তম দিনে ট্রাইব্যুনালে সাবেক নেতাদের জেরা শুরু

নিজস্ব প্রতিবেদক :জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তিনজনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণের ২০তম দিন সোমবার (২২ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হচ্ছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে এ কার্যক্রম সম্পন্ন হবে।

আজ ট্রাইব্যুনালে ইউনাইটেড পিপলস বাংলাদেশের আহ্বায়ক আলী আহসান জুনায়েদকে জেরা করা হবে। শেখ হাসিনা ও কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. আমির হোসেন তার জেরা পরিচালনা করবেন। এরপর নতুন সাক্ষীর সাক্ষ্য নেওয়া হবে। প্রসিকিউশন আরও তিনজনের জবানবন্দির জন্য আবেদন করেছে।

এর আগে, ২১ সেপ্টেম্বর জুনায়েদের সাক্ষ্যগ্রহণ দুপুর সাড়ে ১২টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত হয়। স্টেট ডিফেন্স আইনজীবী পরে তাকে জেরা করেন। জুনায়েদ ৪৮ নম্বর সাক্ষী হিসেবে ২০১৩ সালের কোটাবিরোধী আন্দোলন থেকে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের বর্ণনা দিয়েছেন। একই দিনে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামকেও জেরা করা হয়।

প্রসিকিউশনের পক্ষে ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন প্রসিকিউটর মিজানুল ইসলাম, গাজী এমএইচ তামিম, ফারুক আহাম্মদ, আবদুস সাত্তার পালোয়ান, তারেক আবদুল্লাহসহ অন্যান্যরা। মামলার ধারাবাহিকতায় সাক্ষীরা জবানবন্দি দিয়েছেন।

নয়ন

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত