ঢাকা, রবিবার, ৫ অক্টোবর ২০২৫, ২০ আশ্বিন ১৪৩২
উৎপাদন বন্ধ, ‘জেড’ ক্যাটাগরিতে নামল দুই শেয়ার

আবু তাহের নয়ন:
সিনিয়র রিপোর্টার

আবু তাহের নয়ন: শেয়ারবাজারে তালিকাভুক্ত দুটি কোম্পানির ক্যাটাগরি পরিবর্তন করা হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) জানিয়েছে, বারাকা পাওয়ার লিমিটেড এবং জাহিন স্পিনিং লিমিটেডকে ‘বি’ ক্যাটাগরি থেকে সরিয়ে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়েছে।
ডিএসই সূত্রে জানা গেছে, দীর্ঘ ছয় মাসেরও বেশি সময় ধরে উৎপাদন কার্যক্রম বন্ধ থাকায় কোম্পানিগুলোকে শেয়ারবাজারের নিয়ম অনুযায়ী নিম্নমানের ক্যাটাগরি অর্থাৎ ‘জেড’ শ্রেণিতে পাঠানো হয়েছে। বাজার সংশ্লিষ্টদের ভাষ্য অনুযায়ী, কোনো কোম্পানি টানা ছয় মাস উৎপাদন বন্ধ রাখলে স্বয়ংক্রিয়ভাবে তাদের ক্যাটাগরি ‘বি’ থেকে ‘জেড’-এ নেমে যায়।
নতুন এই সিদ্ধান্ত সোমবার (২২ সেপ্টেম্বর) থেকে কার্যকর হবে। এর ফলে দুই কোম্পানির শেয়ারের লেনদেনে ভিন্ন নিয়ম কার্যকর হবে। বিশেষ করে বিনিয়োগকারীরা এখন থেকে বারাকা পাওয়ার ও জাহিন স্পিনিংকে আর ‘বি’ ক্যাটাগরির সুবিধার আওতায় পাবেন না।
ডিএসই আরও জানিয়েছে, ক্যাটাগরি পরিবর্তনের কারণে আগামী সাত কার্যদিবসের মধ্যে সংশ্লিষ্ট কোম্পানিগুলোর জন্য কোনো ধরনের ঋণ সুবিধা দেওয়া যাবে না। ব্রোকারেজ হাউজ ও মার্চেন্ট ব্যাংকগুলোকে এ বিষয়ে কড়া নির্দেশনা দেওয়া হয়েছে। অর্থাৎ এই সময়ের মধ্যে কোনো বিনিয়োগকারী কোম্পানির শেয়ার কেনার জন্য মার্জিন ঋণ সুবিধা পাবেন না।
বিশ্লেষকদের মতে, ক্যাটাগরি পরিবর্তনের সিদ্ধান্ত কোম্পানিগুলোর শেয়ার মূল্যে তাৎক্ষণিক প্রভাব ফেলতে পারে। কারণ বিনিয়োগকারীদের কাছে ‘জেড’ ক্যাটাগরির শেয়ার ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচিত হয়। অন্যদিকে, এ ধরনের পদক্ষেপ শেয়ারবাজারে শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য ইতিবাচক ভূমিকা রাখবে।
উল্লেখ্য, শেয়ারবাজারে কোনো কোম্পানি টানা লাভ করলেও ডিভিডেন্ড না দিলে অথবা ছয় মাসের বেশি সময় ধরে উৎপাদন বন্ধ থাকলে অন্য ক্যাটাগরি থেকে সরিয়ে ‘জেড’ ক্যাটাগরিতে পাঠানো হয়। বর্তমান প্রেক্ষাপটে বারাকা পাওয়ার ও জাহিন স্পিনিংকে সেই নিয়ম অনুসারেই ‘জেড’ ক্যাটাগরিতে নামিয়ে দেওয়া হয়েছে।
এএসএম/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম আফগানিস্তান, সরাসরি দেখবেন যেভাবে
- ডিভিডেন্ড ঘোষণা করেছে শেয়ারবাজারের ৮ কোম্পানি
- আফগানিস্তান বনাম বাংলাদেশ, সরাসরি দেখবেন যেভাবে
- দুই বছরের ডিভিডেন্ড পেল তালিকাভুক্ত কোম্পানির বিনিয়োগকারীরা
- নয় কোম্পানির শেয়ারে মুভিং এভারেজ,ম্যাকডি, এঙ্গালফিং বাই সিগনাল
- RSI এলার্ট: ১০ শেয়ারে বিপদ সংকেত
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ইবনে সিনা ফার্মা
- শেয়ারবাজার বিনিয়োগকারীদের প্রতারণার চাঞ্চল্যকর তথ্য ফাঁস
- দু্ই কোম্পানির অস্বাভাবিক শেয়ারদর: ডিএসইর সতর্কবার্তা
- শেয়ারবাজার নিয়ে অর্থনীতির দুই শীর্ষ নেতার কড়া সমালোচনা
- ১৪ প্রতিষ্ঠান রদবদলে শেয়ারবাজারের বিনিয়োগকারীরা অন্ধকারে, বাড়ছে আতঙ্ক
- উদ্যোক্তা পরিচালকদের বিনিয়োগ বেড়েছে ৪ কোম্পানিতে
- সাত কোম্পানির শেয়ারে কারসাজির গন্ধ!
- ডিভিডেন্ড বিতরণে ব্যর্থতায় ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর
- এডিবি’র ৩০ মিলিয়ন ডলারের ঋণ, এনভয় টেক্সটাইলের অগ্রযাত্রা