ঢাকা, শনিবার, ৮ নভেম্বর ২০২৫, ২৩ কার্তিক ১৪৩২

আজ গুরুত্বপূর্ণ বৈঠকে বসছে নির্বাচন কমিশন-এনসিপি

২০২৫ সেপ্টেম্বর ২২ ০০:০৫:২৩

আজ গুরুত্বপূর্ণ বৈঠকে বসছে নির্বাচন কমিশন-এনসিপি

নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আজ সোমবার (২২ সেপ্টেম্বর) নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে এক বৈঠকে বসতে যাচ্ছে। এই বৈঠকে দলের মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটওয়ারীসহ গুরুত্বপূর্ণ নেতারা অংশ নেবেন।

এনসিপির যুগ্ম সদস্য সচিব মুশফিক উস সালেহীন রোববার (২১ সেপ্টেম্বর) রাতে এক বার্তায় এই তথ্য নিশ্চিত করেছেন। বার্তা অনুযায়ী, সোমবার বিকেল ৪টায় আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটওয়ারী, যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ এবং যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা উপস্থিত থাকবেন।

এর আগে গত ৩ আগস্ট প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীনের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একটি প্রতিনিধি দল বৈঠক করেছিল। সেই বৈঠকে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটওয়ারীর নেতৃত্বে দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ এবং যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা উপস্থিত ছিলেন।

নির্বাচন কমিশন নতুন রাজনৈতিক দলগুলোর নিবন্ধন আবেদন যাচাই-বাছাই প্রক্রিয়ার অংশ হিসেবে এনসিপিসহ ১৪৪টি নতুন দলকে প্রয়োজনীয় তথ্য চেয়ে চিঠি দিয়েছিল। এর পরিপ্রেক্ষিতেই এনসিপির প্রতিনিধি দল তখন ইসির সঙ্গে বৈঠক করে। ধারণা করা হচ্ছে, সোমবারের বৈঠকটিও নিবন্ধন প্রক্রিয়া এবং দলের ভবিষ্যত কার্যক্রম নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনায় কেন্দ্র করে অনুষ্ঠিত হবে।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত