ঢাকা, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, ২৯ আশ্বিন ১৪৩২

সেনাবাহিনীর দুই উচ্চপদস্থ কর্মকর্তাকে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ

২০২৫ সেপ্টেম্বর ২১ ২১:৩৪:৪০

সেনাবাহিনীর দুই উচ্চপদস্থ কর্মকর্তাকে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ সেনাবাহিনীর দুজন উচ্চপদস্থ কর্মকর্তা রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পেয়েছেন। জনপ্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করে তাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি করেছে।

নিয়োগপ্রাপ্ত দুই কর্মকর্তা হলেন মেজর জেনারেল কবীর আহাম্মদ এবং বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল শেখ মো. সরওয়ার হোসেন।

জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক রোববার (২১ সেপ্টেম্বর) জারি করা প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, রাষ্ট্রদূত পদে প্রেষণে নিয়োগের জন্য তাদের চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। এই নিয়োগের ফলে দেশের কূটনৈতিক কার্যক্রমে সামরিক কর্মকর্তাদের অভিজ্ঞতা ও দক্ষতা কাজে লাগানো হবে বলে আশা করা হচ্ছে।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত