ঢাকা, মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২
রাবিতে কর্মকর্তা সমিতির 'কমপ্লিট শাটডাউন' ঘোষণা
নিজস্ব প্রতিবেদক: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের ভর্তির ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক সুবিধা বা পোষ্য কোটা স্থগিত রাখার সিদ্ধান্ত বহাল রেখেছে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট।
রবিবার (২১ সেপ্টেম্বর) বিকেলে উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীবের বাসায় অনুষ্ঠিত জরুরি সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। এর প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা সমিতি আগামীকাল (২২ সেপ্টেম্বর) থেকে 'কমপ্লিট শাটডাউন' ঘোষণা করেছে।
ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ইফতেখারুল আলম মাসউদ সভা শেষে সাংবাদিকদের জানান, সিন্ডিকেট সভায় প্রাতিষ্ঠানিক সুবিধায় শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের ভর্তি স্থগিত রাখার সিদ্ধান্ত বহাল রাখা হয়েছে। তিনি আরও জানান, শনিবার জুবেরী ভবনে শিক্ষকদের লাঞ্ছিত করার ঘটনা তদন্তের জন্য পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে এবং পাশাপাশি বিচার বিভাগীয় তদন্তেরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রেজিস্ট্রার এই ঘটনাকে 'নজিরবিহীন' উল্লেখ করে সিন্ডিকেট নিন্দা জ্ঞাপন করেছে বলে জানান।
কর্মকর্তা সমিতির সভাপতি মোক্তার হোসেন জানান, সিন্ডিকেটে পোষ্য কোটা স্থগিত রাখার সিদ্ধান্তে তারা হতাশ। তার মতে, দেশের সব বিশ্ববিদ্যালয়ে এই সুবিধা বিদ্যমান থাকলেও রাবিতে তা না দেওয়ায় তারা 'কমপ্লিট শাটডাউন' কর্মসূচিতে যাচ্ছেন। তবে, পরিবহন, পানি, বিদ্যুৎ এবং রাকসু এই কর্মসূচির আওতামুক্ত থাকবে।
উল্লেখ্য, রাবিতে পূর্বে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের জন্য ৪ শতাংশ পোষ্য কোটা ছিল। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে চলতি বছরের ২ জানুয়ারি উপাচার্য অধ্যাপক ড. সালেহ হাসান নকীব পোষ্য কোটা বাতিলের ঘোষণা দেন। এরপর শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীরা এটিকে প্রাতিষ্ঠানিক সুবিধা দাবি করে আন্দোলন শুরু করেন। গত ১৭ সেপ্টেম্বর তারা ১৮ তারিখের মধ্যে দাবি আদায় না হলে ২১ সেপ্টেম্বর থেকে অনির্দিষ্টকালের জন্য পূর্ণদিবস কর্মবিরতির ঘোষণা দেন। এর পরিপ্রেক্ষিতে ১৮ সেপ্টেম্বর জরুরি একাডেমিক কমিটির সভায় ১০ শর্তে প্রাতিষ্ঠানিক সুবিধা পুনর্বহালের সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু এই সিদ্ধান্তের বিরুদ্ধে শিক্ষার্থীরা পুনরায় আন্দোলনে নামেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে রাজশাহী ওয়ারিয়র্স বনাম সিলেট টাইটান্সের ম্যাচ-দেখুন সরাসরি (LIVE)
- শেয়ারবাজার স্থিতিশীলতায় বড় পদক্ষেপ নিল বিএসইসি
- রাজশাহী বনাম চট্টগ্রাম: ৯০ রানে নেই ৭ উইকেট-দেখুন সরাসরি (LIVE)
- বেগম খালেদা জিয়ার সমাধিতে ঢাবি অ্যালামনাইয়ের শ্রদ্ধা
- ঢাকা ক্যাপিটালস বনাম রংপুর রাইডার্স: জমজমাট খেলাটি চলছে-দেখুন সরাসরি
- শেয়ারবাজার আধুনিকীকরণে বিএসইসির গুরুত্বপূর্ণ পদক্ষেপ
- মিরাকল ইন্ডাস্ট্রিজের লোকসানের পাল্লা আরও ভারী হলো
- রাজশাহী বনাম সিলেটের জমজমাট ম্যাচটি শেষ-দেখুন ফলাফল
- প্রত্যাশার বাজারে সূচকের উত্থান অব্যাহত
- ১০ লাখ শেয়ার কেনার ঘোষণা দিলেন কোম্পানির পরিচালক
- ২৫ লাখ শেয়ার হস্তান্তরের ঘোষণা উদ্যোক্তা পরিচালকের
- স্বাভাবিক ঊর্ধ্বগতিতে লেনদেন, ডিএসইতে সূচকের শক্ত অবস্থান
- সূচক কমলেও স্বস্তিতে বাজার, লেনদেন বেড়েছে
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ জানুয়ারি)
- রংপুর রাইডার্স বনাম ঢাকা ক্যাপিটালসের জমজমাট খেলাটি শেষ-জানুন ফলাফল