ঢাকা, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২

ঢাবিতে এআই ও আধুনিক শিক্ষণ কৌশল বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

সাজ্জাদ প্রাপ্য
সাজ্জাদ প্রাপ্য

রিপোর্টার

২০২৫ ডিসেম্বর ০৩ ১৮:২৬:৪১

ঢাবিতে এআই ও আধুনিক শিক্ষণ কৌশল বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (Artificial Intelligence) এখন আর বিমূর্ত কোনো ধারণা নয়, বরং এটি দৈনন্দিন জীবন ও একাডেমিক কার্যক্রমকে দ্রুত বদলে দিচ্ছে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান।

বুধবার (৩ ডিসেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ‘ইন্টিগ্রেটিং এআই ইনটু টিচিং অ্যান্ড লার্নিং: এক্সপ্লোরিং গুড প্র্যাকটিস’ শীর্ষক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। কর্মশালাটি ঢাকা বিশ্ববিদ্যালয়, টেসল সোসাইটি অব বাংলাদেশ এবং ব্রিটিশ কাউন্সিলের যৌথ সহযোগিতায় অনুষ্ঠিত হয়।

উপাচার্য বলেন, এআই এখন শিক্ষার প্রতিটি স্তরে গভীর প্রভাব ফেলছে। এআই-নির্ভর কনটেন্ট ও স্বয়ংক্রিয় উত্তরের কারণে প্রচলিত মূল্যায়ন কাঠামো নিয়ে নতুন করে ভাবার সময় এসেছে। তিনি উল্লেখ করেন, এআই যেমন বড় সুযোগ তৈরি করেছে, তেমনি এর সঙ্গে উল্লেখযোগ্য ঝুঁকিও রয়েছে। সঠিক সহযোগিতা ও সম্মিলিত উদ্যোগ ছাড়া কোনো একক প্রতিষ্ঠানের পক্ষে এই চ্যালেঞ্জ মোকাবিলা করা সম্ভব নয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ এবং ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর স্টিফেন ফোর্বস। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ম্যানচেস্টার ইনস্টিটিউট অব এডুকেশনের সিনিয়র রিসার্চ ফেলো ড. গ্যারি মটেরাম।

প্রো-ভাইস চ্যান্সেলর ড. মামুন আহমেদ বলেন, উচ্চশিক্ষার মানোন্নয়নে আধুনিক মূল্যায়ন ব্যবস্থা ও প্রযুক্তিনির্ভর উদ্ভাবন এখন সময়ের দাবি।

আধুনিক ভাষা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ড. মিঞা মো. নওশাদ কবিরের স্বাগত বক্তব্যে শুরু হওয়া অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন প্রভাষক নুসরাত আরা। কর্মশালায় বিভিন্ন অনুষদ ও বিভাগের শিক্ষকরা অংশগ্রহণ করেন।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

বিশ্ববাজারে আবারও বাড়লো সোনার দাম

বিশ্ববাজারে আবারও বাড়লো সোনার দাম

আন্তর্জাতিক ডেস্ক: আন্তর্জাতিক বাজারে আবারও ঊর্ধ্বমুখী হয়েছে সোনার দাম। মার্কিন ডলারের দরপতন এবং যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ সুদের হার কমাতে পারে—এমন... বিস্তারিত