ঢাকা, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ১ কার্তিক ১৪৩২

 আওয়ামী লীগ নেতাকর্মী ধরার ৫ হাজার টাকার গুজব মিথ্যা : ডিএমপি 

২০২৫ সেপ্টেম্বর ২১ ১৬:৪৬:৫১

 আওয়ামী লীগ নেতাকর্মী ধরার ৫ হাজার টাকার গুজব মিথ্যা : ডিএমপি 

নিজস্ব প্রতিবেদক : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ধরলে পুলিশ সদস্যদের ৫ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে—এমন খবর প্রকাশিত হলেও বিষয়টি অস্বীকার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

রোববার (২১ সেপ্টেম্বর) মিন্টোরোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বলেন, “আমাদের কোনো সদস্য ভালো কাজ করলে আমরা উৎসাহিত করি। আইনগতভাবে আর্থিকভাবে পুরস্কৃত করার বিধান রয়েছে। তবে বিশেষভাবে কোনো একটি বিষয়ে কাজের জন্য পুরস্কৃত করার বিষয়টি আমার জানা নেই। যেকোনো সময় ভালো কাজের জন্য উৎসাহিত করার নিয়ম আমাদের আছে এবং তা আমরা পালন করি।”

তিনি আরও জানান, রাজধানীতে ডিএমপির ৬ শতাধিক সিসিটিভি ক্যামেরা সক্রিয় রয়েছে। এর বাইরে গুলশান, বনানী, বারিধারা ও নিকেতন এলাকায় স্থানীয় উদ্যোগে প্রায় ১ হাজার ২০০ ক্যামেরা স্থাপন করা হয়েছে। সব মিলিয়ে ২ হাজারের বেশি ক্যামেরা এখন কার্যকর। অপরাধ নিয়ন্ত্রণে ক্যামেরার আওতা আরও বাড়ানো হবে বলেও তিনি জানান।

মোহাম্মদপুরের এসিসহ তিন কর্মকর্তাকে প্রত্যাহারের বিষয়ে তিনি বলেন, “ঢাকা মহানগরের বিভিন্ন ইউনিট নিয়মিত পরিদর্শনে যান ঊর্ধ্বতন কর্মকর্তারা। গত শুক্রবার অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোহাম্মদপুর থানা পরিদর্শনে গিয়ে কিছু সদস্যের কাজকর্মে অসন্তোষ প্রকাশ করেন। পরে প্রশাসনিক কারণে এসি, থানা পরিদর্শক (অপারেশনস) ও ডিউটি অফিসারকে সদর দপ্তরে সংযুক্ত করা হয়। এটাকে অন্যভাবে ব্যাখ্যা করার সুযোগ নেই।”

সম্প্রতি হাতিরঝিলে রাত ৯টার পর ঢাকাবাসীকে যেতে নিষেধ করার খবর নিয়েও তিনি স্পষ্ট করেন, “ডিএমপি আমাদের পক্ষ থেকে কোনো নির্দিষ্ট স্থানে, নির্দিষ্ট সময়ে চলাচলে বাধা দেয়নি। আমরা নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সব সময় কাজ করছি। আপনারা নিশ্চিন্তে চলাফেরা করবেন।”

নয়ন

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত