ঢাকা, শনিবার, ৮ নভেম্বর ২০২৫, ২৩ কার্তিক ১৪৩২

সচিবালয়ে কর্মচারীদের বিক্ষোভ কেন ?

২০২৫ সেপ্টেম্বর ২১ ১৬:০৬:২০

সচিবালয়ে কর্মচারীদের বিক্ষোভ কেন ?

নিজস্ব প্রতিবেদক :সচিবালয় কেন্দ্রীক সংযুক্ত পরিষদের কর্মকর্তা-কর্মচারীরা রোববার (২১ সেপ্টেম্বর) সচিবালয়ে বিক্ষোভ সমাবেশ করেছেন। তারা পে-স্কেল দ্রুত বাস্তবায়ন, সঞ্জীবণী প্রশিক্ষণের মেয়াদ বৃদ্ধি এবং ভাতা বাড়ানোসহ বিভিন্ন দাবি জানাতে মিছিল ও সমাবেশ করেছেন।

বেলা সাড়ে ১১টার দিকে বাদামতলায় শুরু হওয়া বিক্ষোভ মিছিল জনপ্রশাসন মন্ত্রণালয় ভবনের সামনে গিয়ে থামে। এরপর সিনিয়র সচিবের দপ্তরের সামনে কর্মসূচি চলেছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) তারা সাতটি দাবিতে প্রথম বিক্ষোভ সমাবেশও করেছিল।

বিক্ষোভকারীদের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে—পে-স্কেল দ্রুত কার্যকর করা, সঞ্জীবনী প্রশিক্ষণ ১০ দিন করা, সঞ্জীবনীর ভাতা ২০ হাজার টাকা নির্ধারণ, এবং পরিবারের ছয়জনের জন্য রেশন চালু করা। সমাবেশে সংযুক্ত পরিষদের সভাপতি মো. বাদীউল কবিরসহ অন্যান্য নেতারা বক্তব্য দিয়েছেন।

নয়ন

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত