ঢাকা, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ৩০ আশ্বিন ১৪৩২

নুরুল হক নুর সিঙ্গাপুর যাচ্ছেন উন্নত চিকিৎসার জন্য

২০২৫ সেপ্টেম্বর ২১ ১৫:৩৪:৫৬

নুরুল হক নুর সিঙ্গাপুর যাচ্ছেন উন্নত চিকিৎসার জন্য

নিজস্ব প্রতিবেদক : গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর আগামীকাল সিঙ্গাপুর যাচ্ছেন উন্নত চিকিৎসার জন্য। রোববার (২১ সেপ্টেম্বর) গণঅধিকার পরিষদের দপ্তর সম্পাদক শাকিল উজ্জামান ইত্তেফাক ডিজিটালকে নিশ্চিত করেন, ডাক্তারের পরামর্শে নুর সোমবার সকালে সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হবেন। তার সঙ্গে যাচ্ছেন ডাঃ সাজ্জাদ হোসেন।

শাকিল উজ্জামান দেশবাসীর কাছে নুরের জন্য দোয়া ও শুভকামনার আবেদন জানিয়েছেন।

গত ২৯ আগস্ট রাতে বিজয়নগরে জাতীয় পার্টি (জাপা) ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের সময় নুরসহ অন্তত ৫০ জন আহত হন। গুরুতর আহত নুরকে প্রথমে ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি করা হয় এবং পরবর্তীতে চিকিৎসকদের পরামর্শে রাত ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

নয়ন

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত