ঢাকা, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ৪ আশ্বিন ১৪৩২

বিসিএস পরীক্ষায় ইলেক্ট্রনিক ডিভাইস নিয়ে প্রার্থী আটক

২০২৫ সেপ্টেম্বর ১৯ ১৫:৩৬:৫৬

বিসিএস পরীক্ষায় ইলেক্ট্রনিক ডিভাইস নিয়ে প্রার্থী আটক

নিজস্ব প্রতিবেদক : ৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় দেশের তিন লাখ ৭৪ হাজারের বেশি প্রার্থী অংশ নেন। শুক্রবার সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত আটটি বিভাগীয় শহরের মোট ২৬২টি শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হয়।

ঢাকার ইডেন মহিলা কলেজ কেন্দ্রের পরীক্ষায় এক প্রার্থী ইলেক্ট্রনিক ডিভাইস নিয়ে প্রবেশের চেষ্টা করায় তাকে পুলিশ আটক করে। সরকারি কর্ম কমিশন- পিএসসির সচিব মো. আব্দুর রহমান তরফদার জানান, কেন্দ্রের চেকিংয়ে ধরা পড়ায় ওই প্রার্থী কেন্দ্রের ভিতরে ঢুকতে পারেনি এবং গেইটের বাইরে থেকেই পুলিশ তাকে আটক করে।

পিএসসি সচিব আরও জানান, দেশের সব কেন্দ্রেই পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে এবং কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। কর্মকর্তারা বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেছেন এবং তিনি নিজেও দুইটি কেন্দ্রে গিয়েছেন। লালবাগ থানার ওসি মোস্তফা কামাল খানও একই তথ্য নিশ্চিত করেছেন।

৪৭তম বিসিএসে মোট ৩,৪৮৭টি ক্যাডার পদ এবং ২০১টি নন-ক্যাডার পদে নিয়োগ দেওয়া হবে। গত ২৮ নভেম্বর পিএসসি বিজ্ঞপ্তি প্রকাশ করে। ১০ ডিসেম্বর অনলাইনে আবেদন গ্রহণ শুরু হওয়ার কথা থাকলেও ৯ ডিসেম্বর তা স্থগিত করা হয়। পরে ২৬ ডিসেম্বর সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

সংশোধিত বিজ্ঞপ্তিতে আবেদন ফি কমানো হয় এবং মৌখিক পরীক্ষার নম্বর ২০০ থেকে ১০০ করা হয়, ফলে মোট নম্বর ১,১০০ থেকে পরিবর্তন হয়ে ১,০০০ হয়েছে। এছাড়া প্রথমবারের মতো আবেদনের বয়সসীমা ৩২ বছর নির্ধারণ করা হয়েছে। আবেদন গ্রহণ ২৯ ডিসেম্বর থেকে শুরু হয়ে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত চলে।

প্রাথমিকভাবে ৮ আগস্ট ৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা স্থগিত করা হয়। ৪৩ দিন পিছিয়ে শুক্রবার এই প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হলো।

নয়ন

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত