ঢাকা, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ৪ আশ্বিন ১৪৩২

জাহিদ হোসেনের সতর্কবার্তা: গণতন্ত্রের নামে পিআর চাপিয়ে দেওয়া যাবে না

২০২৫ সেপ্টেম্বর ১৯ ১৪:২৯:৩৭

জাহিদ হোসেনের সতর্কবার্তা: গণতন্ত্রের নামে পিআর চাপিয়ে দেওয়া যাবে না

নিজস্ব প্রতিবেদক :বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, নির্বাচন যতই ঘনিয়ে আসছে, পিআর নিয়ে অনেকেই আন্দোলন ও কর্মসূচি শুরু করছে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় এক সম্মেলনে তিনি এসব কথা বলেন।

জাহিদ হোসেন বলেন, জনগণ গণতান্ত্রিক অধিকারে অনেকে পিআর চাইতেই পারে, কিন্তু এটাকে চাপিয়ে দেওয়া বা হতেই হবে এমন মানসিকতা অগণতান্ত্রিক। এমন স্বৈরাচারী চাপ কখনও গণতান্ত্রিক হতে পারে না।

তিনি আরও বলেন, জনগণ না চাইলেও তাদের নামে পিআর চেয়ে স্বৈরাচারের আসার পথ সুগম করা হচ্ছে এবং নির্বাচন পেছানোর চেষ্টা চলছে। জনগণের দাবি বলে দলীয় এজেন্ডা চাপিয়ে দেওয়ার চেষ্টা করলে তা সফল হবে না। দেশের সাধারণ মানুষ এই প্রয়াস প্রতিহত করবে।

জাহিদ হোসেনের বলেন জনগণের বিশ্বাস ও স্বার্থকে অগ্রাহ্য করে কোনো পদক্ষেপ নেওয়া উচিত নয়।

নয়ন

ট্যাগ: বিএনপি
ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত