ঢাকা, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ৫ পৌষ ১৪৩২
নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন: ড. ইউনূস
নিজস্ব প্রতিবেদক: প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, বাংলাদেশে আসন্ন সাধারণ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরিচালনার জন্য ইতিমধ্যেই প্রয়োজনীয় সব প্রস্তুতি ও পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নেদারল্যান্ডসের নবনিযুক্ত রাষ্ট্রদূত বরিস ভ্যান বোমেল প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে আসেন। সাক্ষাৎকালে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার, আসন্ন নির্বাচন, বাণিজ্য ও কৃষি এবং রোহিঙ্গা মানবিক সংকটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।
ড. ইউনূস রাষ্ট্রদূতকে অবহিত করেন যে, অন্তর্বর্তী সরকারের অধীনে ফেব্রুয়ারির প্রথমার্ধে সাধারণ নির্বাচন আয়োজনের প্রস্তুতি সম্পন্ন। তিনি জোর দিয়ে বলেন, নির্বাচনকে স্বচ্ছ ও শান্তিপূর্ণ করতে সরকারের পক্ষ থেকে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে।
রাষ্ট্রদূত ভ্যান বোমেল বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেন। তিনি উল্লেখ করেন, ইউরোপীয় ইউনিয়নের একটি প্রাক-নির্বাচনী পর্যবেক্ষক দল এই সপ্তাহেই বাংলাদেশে পৌঁছাবে এবং নেদারল্যান্ডস সমর্থন অব্যাহত রাখবে।
দ্বিপাক্ষিক সহযোগিতার আলোচনায় পানি ব্যবস্থাপনার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ বিষয়ে মতবিনিময় করা হয়। প্রধান উপদেষ্টা বলেন, আমাদের মধ্যে অনেক মিল রয়েছে, একে অপরের অভিজ্ঞতা থেকে শেখার সুযোগ রয়েছে এবং যৌথভাবে উন্নয়নমূলক কার্যক্রমে এগিয়ে যাওয়া সম্ভব।
রাষ্ট্রদূত বাংলাদেশের সামাজিক ব্যবসা ও ক্ষুদ্রঋণ উদ্যোগে উদ্ভাবনী কার্যক্রমে আগ্রহ প্রকাশ করেন। অধ্যাপক ইউনূস রোহিঙ্গা শরণার্থীদের জন্য ডাচ সহায়তা বৃদ্ধি করার আহ্বান জানান। তিনি বলেন, কক্সবাজার ক্যাম্পে চলমান মানবিক কার্যক্রম অর্থায়নের ঘাটতির কারণে হুমকির মুখে পড়েছে।
তিনি রাষ্ট্রদূতকে জানান, আগামী ৩০ সেপ্টেম্বর নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে রোহিঙ্গা সংকট নিয়ে একটি উচ্চপর্যায়ের আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে। প্রধান উপদেষ্টা আশা প্রকাশ করেন, এই সম্মেলন আন্তর্জাতিক সহায়তা বৃদ্ধি এবং ক্যাম্পের মানবিক কার্যক্রমের জন্য প্রয়োজনীয় তহবিল সংগ্রহে সহায়ক হবে।
রাষ্ট্রদূত ভ্যান বোমেল রোহিঙ্গা সংকটের গুরুত্ব স্বীকার করেন এবং আন্তর্জাতিক মনোযোগ বৃদ্ধির প্রয়োজনীয়তার উপর জোর দেন। সাক্ষাৎকালে সরকারের সিনিয়র সচিব ও এসডিজি সমন্বয়কারী লামিয়া মোরশেদও উপস্থিত ছিলেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত, এক ক্লিকেই জানুন ফলাফল
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: চলছে টি-২০ ম্যাচ-সরাসরি দেখুন এখানে (LIVE)
- কিছুক্ষণের মধ্যেই মেডিকেল ভর্তির ফল প্রকাশ, জানবেন যেভাবে
- কিছুক্ষণ পর ভারত বনাম দক্ষিণ আফ্রিকার টি-২০ ম্যাচ: সরাসরি দেখবেন যেভাবে
- IPL মিনি নিলাম ২০২৬: কবে, কখন, জানুন বাজেট-বিস্তারিত
- আজ দুপুরে মেডিকেল-ডেন্টাল ভর্তির ফল প্রকাশ, জানবেন যেভাবে
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: কখন,কোথায়-যেভাবে দেখবেন টি-২০ ম্যাচটি
- আজ IPL নিলাম: জানুন সময়সূচি-সরাসরি দেখার উপায় (LIVE)
- IPL নিলাম ২০২৬: সরাসরি দেখুন এখানে (LIVE)
- মেডিকেল ভর্তি পরীক্ষায় দেশসেরা শান্ত, জেনে নিন কাট মার্ক
- IPL নিলাম ২০২৬: ৯.২ কোটিতে দল পেল মুস্তাফিজ-জানুন তাসকিনের অবস্থান
- চলছে IPL নিলাম ২০২৬: যে দামে বিক্রি হলেন মুস্তাফিজ
- বাংলাদেশ বনাম আফগানিস্তান: শ্বাসরুদ্ধকর ম্যাচটি শেষ-দেখুন ফলাফল
- বাংলাদেশ বনাম পাকিস্তান: ব্যাটিংয়ে বাংলাদেশ-খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- আগামীকাল IPL নিলাম ২০২৬ : যেভাবে দেখবেন সরাসরি (LIVE)