ঢাকা, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ৪ আশ্বিন ১৪৩২
“বাংলাদেশ-চীন একযোগে বিশ্বে শান্তি, সমৃদ্ধি বয়ে আনবে”

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ও চীন তাদের কৌশলগত সহযোগিতার বন্ধন আরও মজবুত করতে একযোগে কাজ করবে, যা উভয় দেশ এবং বিশ্বে শান্তি, সমৃদ্ধি ও জনগণের কল্যাণ বয়ে আনবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
গণপ্রজাতন্ত্রী চীনের ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং বাংলাদেশ-চীন কূটনৈতিক সম্পর্কের ৫০তম বার্ষিকী উদযাপন উপলক্ষে গত বুধবার রাজধানীর একটি হোটেলে চীনা দূতাবাস আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা এক ভিডিও বার্তায় এই মন্তব্য করেন।
প্রধান উপদেষ্টা চীনের প্রতিষ্ঠা এবং দুই দেশের দীর্ঘদিনের কূটনৈতিক সম্পর্ককে বিশেষভাবে স্মরণ করে, বাংলাদেশের প্রতি চীনের দীর্ঘস্থায়ী আস্থা, সহায়তা ও সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, চীনের নেতৃত্বাধীন অর্থনৈতিক উন্নয়ন, প্রযুক্তিগত উদ্ভাবন, দারিদ্র্য বিমোচন এবং জনগণের সেবা বিশ্বব্যাপী অনুপ্রেরণার উৎস।
চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, ২০২৫ সাল শুধু চীনের ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকী নয়, এটি জাতিসংঘের ৮০তম বার্ষিকীর বছরও। তিনি চীনের শান্তি রক্ষা ও উন্নয়ন কার্যক্রমের ইতিবৃত্ত তুলে ধরেন এবং বলেন, চীনের কমিউনিস্ট পার্টির নেতৃত্বে দেশটি নিরঙ্কুশ দারিদ্র্য দূরীকরণের অসাধারণ সাফল্য অর্জন করেছে।
রাষ্ট্রদূত আরও জানান, বাংলাদেশসহ বিভিন্ন দেশের কাছ থেকে চীনের নেতৃত্বগৃহীত গ্লোবাল গভর্নেন্স ইনিশিয়েটিভ ব্যাপক আন্তর্জাতিক সমর্থন পেয়েছে, যা বহুপাক্ষিক সহযোগিতা জোরদার করছে। তিনি দু দেশের সম্পর্ককে শ্রদ্ধা, আন্তরিকতা, কৌশলগত স্বায়ত্তশাসন ও সমান সমান সহযোগিতার ভিত্তিতে পরিচালিত সুসম্পর্ক হিসেবে উল্লেখ করেন।
প্রধান অতিথি অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ চীনের অবদানকে বাংলাদেশের অবকাঠামো, শিক্ষা, বিজ্ঞান-প্রযুক্তি ও স্বাস্থ্যখাতে গুরুত্বপূর্ণ হিসেবে আখ্যায়িত করেন। সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেন, দুটি দেশের জনগণের মধ্যে গভীর বন্ধন সৃষ্টি হয়েছে এবং চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বকালের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।
সংবর্ধনা অনুষ্ঠানে বিমান বাহিনী প্রধান, প্রধান রাজনৈতিক দলের জ্যেষ্ঠ নেতা, বিদেশি কূটনীতিক, আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি, চীনা সম্প্রদায়ের সদস্য, শিক্ষাবিদ, মিডিয়া ব্যক্তিত্ব এবং থিংক ট্যাঙ্ক বিশেষজ্ঞসহ ৬০০-এরও বেশি অতিথি উপস্থিত ছিলেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- লাভেলোর শেয়ার কারসাজি: তিন বিও অ্যাকাউন্টের লেনদেন স্থগিত
- সরকারের সিদ্ধান্তে ডুবছে শেয়ারবাজারের বিনিয়োগকারীদের স্বপ্ন?
- ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড কার্যকারিতায় বিএসইসির নতুন উদ্যোগ
- শেয়ারবাজারে ইতিহাস গড়লেন ‘ছাগল-কাণ্ডের’ সেই মতিউর
- শেয়ারবাজারে হঠাৎ দরপতন, নেপথ্যে এনবিআরের চিঠি
- একাদশে ভর্তি: চতুর্থ ধাপে আবেদনের সুযোগ
- শেয়ারবাজারে প্রতারণা ঠেকাতে মাঠে নামছে গোয়েন্দা সংস্থা
- শেয়ারবাজারে ধারাবাহিক মুনাফা চান? জেনে নিন ৫ মন্ত্র
- ডিভিডেন্ড বৃদ্ধির আলোচনায় জ্বালানি খাতের ১১ কোম্পানি
- আরএসআই বিশ্লেষণে সর্বোচ্চ সতর্ক সংকেত পাঁচ শেয়ারে
- মালিকানায় পরিবর্তন আসছে ইয়াকিন পলিমারের
- এক শেয়ারের জোরেই সবুজে ফিরল শেয়ারবাজার
- ডিভিডেন্ড দোলাচলে তথ্যপ্রযুক্তির ৮ কোম্পানির বিনিয়োগকারীরা
- বিনিয়োগকারীদের সচেতন করতে টিভি স্ক্রলে বিশেষ বার্তা
- সোনালী পেপারের কারসাজিতে জেনেক্স ইনফোসিসের পরিচালকদের জরিমানা