ঢাকা, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ৩ আশ্বিন ১৪৩২

বাংলাদেশের সমান বয়সী, আজও অমলিন সালমান শাহ

২০২৫ সেপ্টেম্বর ১৯ ০০:৪৫:১৯

বাংলাদেশের সমান বয়সী, আজও অমলিন সালমান শাহ

বিনোদন ডেস্ক: আজ যদি বেঁচে থাকতেন, তাহলে বাংলাদেশের সমান বয়সী জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহর বয়স হতো ৫৪ বছর। লাখো ভক্তকে কাঁদিয়ে ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর তার অকাল প্রয়াণ ঘটেছিল। আজও তার জন্মদিন উপলক্ষে ভক্তরা নানা প্রান্তে স্মরণসভা ও উদযাপনের আয়োজন করেন। সিলেটের শেখঘাটে তার দাদার বাড়ি এবং দারিয়াপাড়ায় নানার বাড়ি, যা এখন 'সালমান শাহ হাউজ' নামে পরিচিত, ভক্তদের কাছে তীর্থক্ষেত্রের মতো।

চলচ্চিত্রে আসার আগেই সালমান শাহ একজন পরিচিত সংগীতশিল্পী ছিলেন এবং ছায়ানট থেকে পল্লীগীতিতে পাশও করেছিলেন। নাটকের মাধ্যমে তার অভিনয় জীবন শুরু হয়, যেখানে মঈনুল আহসান সাবেরের লেখা ধারাবাহিক ‘পাথর সময়’-এ অভিনয় করে তিনি প্রশংসা অর্জন করেন।

তার আসল ঝলক আসে বড় পর্দায়। সোহানুর রহমান সোহান পরিচালিত ‘কেয়ামত থেকে কেয়ামত’ ছবিতে মৌসুমীর বিপরীতে তার অভিষেক হয়। এই ছবিটি তাকে রাতারাতি কিংবদন্তি নায়কে পরিণত করে। শাবনূরের সঙ্গে তার জুটি বাংলা সিনেমার ইতিহাসে অন্যতম সেরা জুটি হিসেবে আজও স্মরণীয়।

জীবদ্দশায় সালমান শাহ 'কেয়ামত থেকে কেয়ামত', 'অন্তরে অন্তরে', 'স্বপ্নের ঠিকানা', 'তুমি আমার' সহ অসংখ্য সফল ছবি উপহার দিয়েছেন। তার মৃত্যুর পরও মুক্তিপ্রাপ্ত 'সত্যের মৃত্যু নেই', 'আনন্দ অশ্রু', 'বুকের ভিতর আগুন' সহ আরও অনেক ছবি দর্শকদের হৃদয় জয় করে নেয়।

সালমান শাহ কেবল একজন নায়ক ছিলেন না, তিনি হয়ে উঠেছিলেন একটি সময়, আবেগ ও প্রেমের প্রতীক। তার আকস্মিক মৃত্যু দেশের চলচ্চিত্রাঙ্গনে যে শূন্যতা তৈরি করেছে, তা আজও অপূরণীয়। প্রজন্মের পর প্রজন্ম ধরে তিনি আজও সেরা নায়ক এবং এক চিরন্তন হাহাকারের প্রতীক হিসেবে কোটি ভক্তের হৃদয়ে বেঁচে আছেন।

এসপি

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত