ঢাকা, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫, ২৩ কার্তিক ১৪৩২
নির্বাচন কমিশনের স্বাধীনতা বাড়াতে নতুন সার্ভিস চালু
নিজস্ব প্রতিকেদক: নির্বাচন কমিশনের নিজস্ব কর্মকর্তারা এখন থেকে সচিব হওয়ার সুযোগ পাবেন। পাশাপাশি ইসিতে প্রেষণে নিয়োগের প্রথা বন্ধ হয়ে যাচ্ছে। নতুন উদ্যোগের অংশ হিসেবে গঠিত হচ্ছে নির্বাচন কমিশন সার্ভিস।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) উপদেষ্টা পরিষদের বৈঠকে ২০০৯ সালের আইন সংশোধন করে নির্বাচন কমিশন সচিবালয় (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ অনুমোদন দেওয়া হয়েছে। রাষ্ট্রপতির স্বাক্ষরের পর এটি অধ্যাদেশ আকারে কার্যকর হবে।
বিদ্যমান আইনে সচিবালয়ে প্রেষণে সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের নিয়োগের সুযোগ থাকলেও ইসির নিজস্ব কর্মকর্তাদের সচিব পদে উন্নীত হওয়ার সুযোগ ছিল না। এর ফলে কমিশনের স্বাধীনতা ক্ষুণ্ণ হচ্ছিল বলে অভিযোগ ছিল। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনও এ নিয়ে সুপারিশ করেছিল। সেই ধারাবাহিকতায় বর্তমান নির্বাচন কমিশন সরকারের কাছে সংশোধনের প্রস্তাব দেয়।
সংশোধিত আইনে স্পষ্ট করা হয়েছে, সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারী নিয়োগে আলাদা নির্বাচন কমিশন সার্ভিস চালু হবে। এছাড়া জাতীয় পরিচয়পত্র তথ্যভান্ডার প্রস্তুত ও সংরক্ষণের দায়িত্বও ইসির সচিবালয়ের আওতায় যুক্ত করা হয়েছে।
এ সিদ্ধান্তকে নির্বাচন কমিশনের স্বাধীনতা ও কার্যকারিতা বৃদ্ধির ক্ষেত্রে যুগান্তকারী বলে মন্তব্য করেছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য আব্দুল আলীম। তিনি বলেন, অতীতে ইসিতে প্রেষণে আসা কর্মকর্তাদের ওপর সরকারের নিয়ন্ত্রণ দেখা যেত। এখন নিজস্ব কর্মকর্তাদের পদোন্নতি দিয়ে সচিব, অতিরিক্ত সচিব, যুগ্মসচিব নিয়োগ দেওয়া যাবে। এতে জবাবদিহিতা যেমন নিশ্চিত হবে, তেমনি স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচনী প্রক্রিয়া পরিচালনা করা সহজ হবে।
বর্তমানে সচিবালয়ের কেন্দ্রীয় কার্যালয়, ১০টি আঞ্চলিক অফিস, ৬৪ জেলা ও পাঁচ শতাধিক উপজেলা পর্যায়ে প্রায় ৫ হাজার কর্মকর্তা-কর্মচারী নিয়োজিত আছেন।
বাংলাদেশ ইলেকশন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশনের আহ্বায়ক মোহাম্মদ মনির হোসেন এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেন, উপদেষ্টা পরিষদে অনুমোদনের মাধ্যমে আমাদের দীর্ঘদিনের দাবি পূরণের পথ সুগম হলো। এটি সংবিধানপ্রদত্ত স্বাধীনতা ও স্বচ্ছতা বজায় রাখার ক্ষেত্রে বড় পদক্ষেপ।
সংশোধন অধ্যাদেশ কার্যকর হওয়ার পর নির্বাচন কমিশন সার্ভিস সংক্রান্ত বিধি প্রণয়ন ও আনুষঙ্গিক সিদ্ধান্ত নেবে কমিশন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ফাইনাল: কবে, কখন-যেভাবে দেখবেন লাইভ
- পাকিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা: খেলাটি সরাসরি(LIVE) দেখবেন যেভাবে
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ৯৫ কোম্পানি, দেখুন এক নজরে
- ইপিএস প্রকাশ করেছে ৬৮ কোম্পানি, দেখুন এক নজরে
- বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ৩য় টি-টোয়েন্টি: খেলাটি সরাসরি(LIVE) দেখবেন যেভাবে
- ইপিএস প্রকাশ করেছে ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক
- ‘নো ডিভিডেন্ড’ ঘোষণার পর শেয়ার দামে রেকর্ড দৌড়
- শেয়ারবাজারই হতে পারে ওষুধ শিল্পের নতুন প্রাণশক্তি: ডিএসই চেয়ারম্যান
- শেয়ারবাজারে নতুন মার্জিন বিধিমালা জারি করল বিএসইসি
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ফার্মা খাতের ১৮ কোম্পানি, দেখুন এক নজরে
- ব্রাজিল বনাম সেনেগাল: কবে, কখন-যেভাবে দেখবেন খেলাটি
- নিয়ন্ত্রক সংস্থার টানাপোড়েনে বিপর্যস্ত ব্যাংক ও শেয়ারবাজার
- ডিভিডেন্ড ঘোষণা করেছে বস্ত্র খাতের ২১ কোম্পানি, দেখুন এক নজরে
- নিউজিল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ: খেলাটি মোবাইলে সরাসরি দেখুন(LIVE)
- বিএনপি মনোনীত প্রার্থীদের ৬ কোম্পানির শেয়ারে ঝলক