ঢাকা, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ৩ আশ্বিন ১৪৩২

বিমানবন্দরের নিরাপত্তায় নতুন বাহিনী 

২০২৫ সেপ্টেম্বর ১৮ ১৪:২৫:৪১

বিমানবন্দরের নিরাপত্তায় নতুন বাহিনী 

নিজস্ব প্রতিবেদক : সরকার বিমানবন্দরের নিরাপত্তা আরও শক্তিশালী করতে ‘এয়ার গার্ড অব বাংলাদেশ’ (এজিবি) নামে নতুন একটি বিশেষ বাহিনী গঠনের উদ্যোগ নিয়েছে। এ উদ্যোগের কার্যকারিতা ও প্রয়োজনীয়তা যাচাইয়ের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের নেতৃত্বে ১২ সদস্যের আন্তঃমন্ত্রণালয় কমিটি গঠন করা হয়েছে, যা গত ৩১ আগস্ট থেকে কার্যক্রম শুরু করেছে। এই বাহিনী গঠনে সম্ভাব্য খরচ ধরা হয়েছে ৩৯৭ কোটি টাকা।

কমিটিতে মন্ত্রিপরিষদ বিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, প্রতিরক্ষা মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, পুলিশ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন অনুবিভাগের প্রতিনিধিরা অন্তর্ভুক্ত রয়েছেন। এ কমিটির দায়িত্ব হলো এজিবি গঠনের জন্য সুপারিশ প্রণয়ন করা। বাংলাদেশ বিমানবাহিনীর প্রাথমিক প্রস্তাবের ভিত্তিতে গঠিত এই কমিটি বাহিনীর প্রয়োজনীয়তা ও সম্ভাব্য কাঠামো মূল্যায়ন করছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি জানান, আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা (আইসিএও)-এর নির্দেশনা অনুযায়ী দেশের বিমানবন্দরগুলোতে আন্তর্জাতিক মানের নিরাপত্তা নিশ্চিত করা সময়ের দাবি। তিনি বলেন, প্রথমে এ বাহিনী কার্যক্রম শুরু করবে, পরে প্রয়োজন অনুসারে এটি পূর্ণাঙ্গ অধিদপ্তরে রূপান্তরিত হবে। এই নতুন বাহিনী বাংলাদেশের বিমানবন্দর নিরাপত্তাকে আরও কার্যকর ও আধুনিক করার দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

নয়ন

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত