ঢাকা, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ২ আশ্বিন ১৪৩২

বুবলী ও লাড্ডুর খুনসুটি ভিডিও ইন্টারনেটে ঝড়

২০২৫ সেপ্টেম্বর ১৭ ১৪:১৪:৫০

বুবলী ও লাড্ডুর খুনসুটি ভিডিও ইন্টারনেটে ঝড়

বিনোদন ডেস্ক : চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলী পুত্র শেহজাদ খান বীরের সঙ্গে খুনসুটি করছেন একটি মজার ভিডিওতে, যা ভিডিও করেছেন চিত্রনায়ক শাকিব খান। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বুবলী নিজেই ভিডিওটি শেয়ার করেন এবং ক্যাপশনে লিখেছেন, “লাড্ডু বাপজান ভাবছে ছবি তোলা হচ্ছে তাই পোজ দিয়ে আছে, কিন্তু স্যার এর ড্যাডি যে ভিডিও করছে লাড্ডু তা বোঝে নাই।”

বুবলী কিছুক্ষণ পর ভিডিওটি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শেয়ার করেন শাকিব খান। মজাদার এই খুনসুটি ভিডিও নেটপাড়ায় দ্রুত আলোচনার জন্ম দেয়। সাবেক তারকা দম্পতি শাকিব খান ও বুবলীর ব্যক্তিগত জীবন নিয়ে ভক্তদের আগ্রহ কখনো কমে না। বিশেষ করে গত মাসে তাদের ছেলের সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শোরগোল ফেলে দিয়েছিল। এবার মা–ছেলের এই খুনসুটি ভিডিও নতুন করে তাদের পরিবারের মিষ্টি মুহূর্ত ফুটিয়ে তুলেছে, যা ফলোয়ারদের নজর কাড়েছে।

নয়ন

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত