ঢাকা, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫, ৭ পৌষ ১৪৩২
এ মাসেই বৈঠকে বসছেন ট্রাম্প-শাহবাজ
আন্তর্জাতিক ডেস্ক: ভূরাজনৈতিক প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ঘটনা ঘটতে চলেছে আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে একটি বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে, যেখানে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসীম মুনিরও উপস্থিত থাকবেন।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) জিও নিউজ সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।
জানা গেছে, আগামী ২৫ সেপ্টেম্বরের সম্ভাব্য এই বৈঠকটি কাতার ও সৌদি আরবের পরামর্শ, সমর্থন ও অনুমোদন নিয়ে আয়োজিত হতে যাচ্ছে। এই ঘটনাকে পাকিস্তানের কূটনৈতিক মহলে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে, যা মধ্যপ্রাচ্যের দেশগুলির সঙ্গে পাকিস্তানের বর্ধিত প্রভাব এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে উষ্ণ সম্পর্কের ইঙ্গিত বহন করে।
বৈঠকের আলোচ্যসূচিতে পাকিস্তানের বন্যা পরিস্থিতি, কাতারে ইসরায়েলি হামলার প্রভাব এবং পাকিস্তান-ভারত সম্পর্কের টানাপোড়েনের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো স্থান পাবে। কূটনৈতিক সূত্রগুলি নিশ্চিত করেছে যে রিয়াদ ও দোহা এই ট্রাম্প-শাহবাজ বৈঠককে সমর্থন জানাচ্ছে, যদিও পাকিস্তানের দূতাবাস এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি।
ট্রাম্প-শাহবাজের এই বৈঠক এমন এক সময়ে অনুষ্ঠিত হতে চলেছে যখন ইসলামাবাদ ও ওয়াশিংটনের সম্পর্ক দ্রুত উন্নতির পথে। বিশেষ করে গত মে মাসে ভারত-পাকিস্তান সংঘাতে প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর দুই দেশের কূটনৈতিক সম্পর্ক আরও উষ্ণ হয়েছে।
সম্প্রতি পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন, যেখানে তারা দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার ও বহুমাত্রিক সহযোগিতা বৃদ্ধির প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। এর আগে, গত জুলাইয়ে দার ও রুবিও মুখোমুখি বৈঠক করেছিলেন, যেখানে বাণিজ্য, অর্থনীতি, বিনিয়োগ, সন্ত্রাসবিরোধী লড়াই ও আঞ্চলিক শান্তিসহ নানা ইস্যুতে আলোচনা হয়। ওই বৈঠকের পর দুই দেশ নতুন একটি বাণিজ্য চুক্তির ঘোষণা দেয়, যার আওতায় পাকিস্তানি রপ্তানি পণ্যের ওপর শুল্ক কমানো এবং তেলসম্পদ উন্নয়নসহ অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর সিদ্ধান্ত হয়।
চলতি মাসের শুরুর দিকে পাকিস্তান যুক্তরাষ্ট্র থেকে প্রায় ৫০ কোটি ডলারের বিনিয়োগ পেয়েছে দেশটির গুরুত্বপূর্ণ খনিজ খাতে। সেনাপ্রধান আসীম মুনিরও একাধিকবার যুক্তরাষ্ট্র সফর করেছেন এবং জুন মাসে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে একান্ত বৈঠক করেছেন। গত আগস্টে তিনি আবারও যুক্তরাষ্ট্র সফর করেন এবং মার্কিন সেন্ট্রাল কমান্ডের প্রাক্তন প্রধান জেনারেল মাইকেল ই কুরিলার বিদায়ী অনুষ্ঠান এবং নতুন প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপারের দায়িত্বগ্রহণ অনুষ্ঠানে অংশ নেন। এ সময় তিনি যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফস অফ স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইনের সঙ্গেও সাক্ষাৎ করেন, যা দুই দেশের সামরিক ও কূটনৈতিক সম্পর্কের গভীরতা প্রমাণ করে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: চলছে টি-২০ ম্যাচ-সরাসরি দেখুন এখানে (LIVE)
- মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত, এক ক্লিকেই জানুন ফলাফল
- কিছুক্ষণের মধ্যেই মেডিকেল ভর্তির ফল প্রকাশ, জানবেন যেভাবে
- কিছুক্ষণ পর ভারত বনাম দক্ষিণ আফ্রিকার টি-২০ ম্যাচ: সরাসরি দেখবেন যেভাবে
- IPL মিনি নিলাম ২০২৬: কবে, কখন, জানুন বাজেট-বিস্তারিত
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: কখন,কোথায়-যেভাবে দেখবেন টি-২০ ম্যাচটি
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: টি-টোয়েন্টি ম্যাচটি সরাসরি দেখুন (LIVE)
- আজ IPL নিলাম: জানুন সময়সূচি-সরাসরি দেখার উপায় (LIVE)
- IPL নিলাম ২০২৬: সরাসরি দেখুন এখানে (LIVE)
- বাংলাদেশ বনাম পাকিস্তান: ব্যাটিংয়ে বাংলাদেশ-খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- মেডিকেল ভর্তি পরীক্ষায় দেশসেরা শান্ত, জেনে নিন কাট মার্ক
- শনিবারের ঢাবি বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা স্থগিত
- IPL নিলাম ২০২৬: ৯.২ কোটিতে দল পেল মুস্তাফিজ-জানুন তাসকিনের অবস্থান
- চলছে IPL নিলাম ২০২৬: যে দামে বিক্রি হলেন মুস্তাফিজ
- আগামীকাল IPL নিলাম ২০২৬ : যেভাবে দেখবেন সরাসরি (LIVE)