ঢাকা, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ৩ আশ্বিন ১৪৩২
সচিবালয়ের সামনে জবি শিক্ষার্থীদের অবস্থান; তীব্র যানজট
.jpg)
ডুয়া নিউজ: দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর কাছে হস্তান্তরসহ তিন দফা দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কয়েকশত শিক্ষার্থীরা সচিবালয়ের সামনে অবস্থান নিয়েছেন।
আজ সোমবার (১৩ জানুয়ারি) বিকাল সোয়া ৪টার দিকে শিক্ষার্থীরা ক্যাম্পাস থেকে সচিবালয়ের উদ্দেশ্যে রওনা দেন এবং বিকাল ৫টার দিকে সেখানে পৌঁছান। দাবি আদায়ের জন্য তারা স্লোগান দিচ্ছেন এবং ৩২ ঘণ্টা অনশনে থাকা অসুস্থ শিক্ষার্থীরাও এই আন্দোলনে অংশ নিয়েছেন।
এ সময় শিক্ষার্থীদেরকে ‘এক দুই তিন চার, ক্যাম্পাস আমার অধিকার’, ‘যদি থাকে হায়া, আর্মির হাতে দাও কাজ’, ‘আমার ভাই হাসপাতালে, প্রশাসন কী করে’সহ বিভিন্ন প্রতিবাদী স্লোগান দিতে দেখা যায়।
শিক্ষার্থীরা জানান, তিন দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা সচিবালয়ের সামনে অবস্থান করবেন। সেখানে আমরণ অনশনও শুরু করেছেন তারা।
এদিকে সচিবালয়ের সামনে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচিতে আশপাশের দুই সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এছাড়া, গুলিস্তানসহ আশপাশের সব সড়কে তীব্র যানজট দেখা দেয়।
এ আগে, সোমবার বিকাল ৩টায় ক্যাম্পাসে এক ব্রিফিংয়ে শিক্ষার্থীরা জানান, যদি বিকাল ৪টার মধ্যে তাদের দাবি মেনে না নেওয়া হয়, তবে তারা সচিবালয়ের উদ্দেশে যাত্রা করবেন।
এদিকে, শিক্ষার্থীদের দাবির বিষয়ে আলোচনা করতে আগামী বুধবার (১৫ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয় একটি সভা আহ্বান করেছে।
শিক্ষার্থীদের তিন দফা দাবি হলো:
১. সেনাবাহিনীর কাছে দ্বিতীয় ক্যাম্পাসের কাজ হস্তান্তরের চুক্তি দ্রুত সই করতে হবে এবং তা সবার সামনে ভিজ্যুয়ালি উপস্থাপন করতে হবে। শিক্ষার্থীরা অনশনে থাকাকালে সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং দপ্তর কর্তৃপক্ষ থেকে লিখিত অঙ্গীকার নিতে হবে।
২. পুরান ঢাকার বাণী ভবন ও ড. হাবিবুর রহমান হলের স্টিল বেইজড ভবনের কাজ দ্রুত শুরু এবং শেষ করতে হবে।
৩. যতদিন পর্যন্ত আবাসন ব্যবস্থা পূর্ণভাবে না হয়, ততদিন ৭০ শতাংশ শিক্ষার্থীর আবাসন ভাতা নিশ্চিত করতে হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- লাভেলোর শেয়ার কারসাজি: তিন বিও অ্যাকাউন্টের লেনদেন স্থগিত
- সরকারের সিদ্ধান্তে ডুবছে শেয়ারবাজারের বিনিয়োগকারীদের স্বপ্ন?
- ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড কার্যকারিতায় বিএসইসির নতুন উদ্যোগ
- শেয়ারবাজারে ইতিহাস গড়লেন ‘ছাগল-কাণ্ডের’ সেই মতিউর
- একাদশে ভর্তি: চতুর্থ ধাপে আবেদনের সুযোগ
- শেয়ারবাজারে প্রতারণা ঠেকাতে মাঠে নামছে গোয়েন্দা সংস্থা
- শেয়ারবাজারে ধারাবাহিক মুনাফা চান? জেনে নিন ৫ মন্ত্র
- শেয়ারবাজারে হঠাৎ দরপতন, নেপথ্যে এনবিআরের চিঠি
- ডিভিডেন্ড বৃদ্ধির আলোচনায় জ্বালানি খাতের ১১ কোম্পানি
- আরএসআই বিশ্লেষণে সর্বোচ্চ সতর্ক সংকেত পাঁচ শেয়ারে
- মালিকানায় পরিবর্তন আসছে ইয়াকিন পলিমারের
- এক শেয়ারের জোরেই সবুজে ফিরল শেয়ারবাজার
- ডিভিডেন্ড দোলাচলে তথ্যপ্রযুক্তির ৮ কোম্পানির বিনিয়োগকারীরা
- সোনালী পেপারের কারসাজিতে জেনেক্স ইনফোসিসের পরিচালকদের জরিমানা
- চার কোম্পানির আর্থিক অনিয়মের দায়ে নিষিদ্ধ হচ্ছে ৬ নিরীক্ষা প্রতিষ্ঠান