ঢাকা, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২৯ ভাদ্র ১৪৩২

চিকিৎসকদের জন্য স্বাস্থ্য অধিদপ্তরের ৮ নির্দেশনা

২০২৫ সেপ্টেম্বর ১৩ ১২:২০:৫৪

চিকিৎসকদের জন্য স্বাস্থ্য অধিদপ্তরের ৮ নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক: সরকারি হাসপাতালে চিকিৎসকদের কার্যক্রমে শৃঙ্খলা আনার জন্য নতুন নির্দেশনা জারি করেছে স্বাস্থ্য অধিদপ্তর। বেসরকারি ডায়াগনস্টিক সেন্টার ও ওষুধ কোম্পানির প্রভাব কমানো এবং রোগীদের স্বার্থ রক্ষার লক্ষ্যেই এসব নির্দেশনা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডা. এ বি এম আবু হানিফ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ৮ দফা নির্দেশনা প্রকাশ করা হয়। এতে স্পষ্ট করে বলা হয়েছে, এসব নির্দেশনা কঠোরভাবে মানতে হবে এবং লঙ্ঘন করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নির্দেশনার মূল বিষয়গুলো:১️। বেসরকারি নামাঙ্কিত প্যাডে প্রেসক্রিপশন নয় – কোনোভাবেই ডায়াগনস্টিক সেন্টার, ক্লিনিক বা ওষুধ কোম্পানির নামাঙ্কিত প্যাড ব্যবহার করে প্রেসক্রিপশন বা টেস্টের পরামর্শ দেওয়া যাবে না।

২️। সরকারি সুবিধা থাকলে বাইরে পাঠানো নিষিদ্ধ – সরকারি হাসপাতালে যেসব পরীক্ষা ও ওষুধ পাওয়া যায়, সেগুলো বাইরে থেকে করাতে বা কিনতে রোগীদের বাধ্য করা যাবে না।

৩️। অনুমোদিত সিল ছাড়া অন্য সিল নয় – শুধুমাত্র সরকার অনুমোদিত সিল ব্যবহার করতে হবে। তবে বিজ্ঞাপনমুক্ত জেনেরিক নামের সিল ব্যবহার করা যাবে।

৪️। ওষুধ কোম্পানির তালিকা টেবিলে নয় – কোম্পানির সরবরাহ করা ওষুধের তালিকা সরকারি হাসপাতালের টেবিলে রাখা যাবে না।

৫️। রোগীর তথ্য সুরক্ষা – কোনো কোম্পানির প্রতিনিধি রোগীর প্রেসক্রিপশন বা ব্যক্তিগত তথ্যের ছবি তুলতে বা সংগ্রহ করতে পারবেন না।

৬️। সাক্ষাতের নির্দিষ্ট সময় – সপ্তাহে সোমবার ও বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত প্রতিনিধিরা চিকিৎসকদের সঙ্গে দেখা করতে পারবেন।

৭️। সময় লঙ্ঘন করলে ব্যবস্থা – নির্ধারিত সময়ের বাইরে হাসপাতালে অবস্থান করলে সংশ্লিষ্ট কোম্পানির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

৮️। আইডি কার্ড প্রদর্শন বাধ্যতামূলক – সাক্ষাতের সময় কোম্পানির দেওয়া আইডি কার্ড দৃশ্যমান স্থানে রাখতে হবে।

স্বাস্থ্য অধিদপ্তর বলেছে, এসব নিয়ম না মানলে শুধু কোম্পানির বিরুদ্ধে নয়, চিকিৎসকদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এর লক্ষ্য হলো সরকারি স্বাস্থ্যসেবায় সাধারণ মানুষের আস্থা অটুট রাখা।

ইএইচপি

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত