ঢাকা, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ২৮ ভাদ্র ১৪৩২

 জাতীয়তাবাদী ছাত্রদলের দুজন প্রার্থী বিজয়ী

২০২৫ সেপ্টেম্বর ১২ ১৯:০০:৩৮

 জাতীয়তাবাদী ছাত্রদলের দুজন প্রার্থী বিজয়ী

নিজস্ব প্রতিবেদক :ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে মুজিব হল সংসদের ১৩টি পদের মধ্যে জাতীয়তাবাদী ছাত্রদলের প্যানেল থেকে দুজন প্রার্থী জয় অর্জন করেছেন।

বহিরাঙ্গন ক্রীড়া সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মুজিব হল ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল-নোমান। কার্যনির্বাহী সদস্য পদে জয়ী হয়েছেন একই কমিটির সদস্য মো. রিজভী আহমেদ।

আব্দুল্লাহ আল-নোমান বলেন, “এটি শিক্ষার্থীদের আস্থা ও সমর্থনের প্রতিফলন। ক্রীড়াঙ্গনে শিক্ষার্থীদের বহুমুখী অংশগ্রহণ নিশ্চিত করতে এবং মুজিব হলকে ক্রীড়াবান্ধব পরিবেশে রূপান্তর করা আমার লক্ষ্য।”

মো. রিজভী আহমেদ বলেন, “চাঁদেও দাগ আছে, ফুলেরও কাঁটা আছে। নির্বাচনে হোঁচট খাওয়া মানেই পিছিয়ে যাওয়া নয়। সামনে ইনশাআল্লাহ আমরা ঘুরে দাঁড়াব এবং বিজয়ের পতাকা তুলব।”

নয়ন

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত